কোন ধরনের বাজি বা শব্দবাজি ব্যবহার করা চলবে না
বেঙ্গল মিরর,, বারাবনি, মনোজ শর্মা ঃ বারাবনি থানার পক্ষ থেকে আজ দোমোহানী বাজারে একটি বেসরকারি প্রেক্ষাগৃহে হয়ে গেলমিটিং আসন্ন কালীপূজা ও দীপাবলি কে নিয়ে এই সভা যেখানে বিভিন্ন ধরনের গাইডলাইন দেয়া হলো যেমন আতশবাজি এবং কোন ধরনের লাইটিং বাজিবা শব্দবাজি ব্যবহার করা চলবেনা এবং যেসব গাইডলাইন ব্যবহার করা হচ্ছে সেগুলো কে কিন্তু নিয়ে চলতে হবে আর এরই সঙ্গে বিসর্জন পুজো তে কোনো সারিবদ্ধ ভাবে মানুষ যেতে পারবেনা উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার মানব সিমলা সার্কেল স্পেক্টর শিবনাথ বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মন্ডল বিশিষ্ট সমাজসেবী মন্মত নাথ জবস আর ছিলেন বাড়াবো নিতে যত পুজোর উদ্যোক্তা ।