আসানসোল পুরনিগমের আশা কর্মীদের দেওয়া হলো পরিচয় পত্র ও হেল্থ কিট
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১২ নভেম্বরঃ আসানসোল পুরনিগমের আশা কর্মীদের বৃহস্পতিবার দেওয়া হলো হেল্থ কিট। একইসঙ্গে তাদের দেওয়া হলো পরিচয় পত্র। এদিন আসানসোল পুরনিগম ভবনে আশা কর্মীদের হাতে এইসব তুলে দেন পুর প্রশাসক জিতেন্দ্র তেওয়ারি। ছিলেন পুরনিগমের স্বাস্থ্য আধিকারিক ডাঃ দীপক গাঙ্গুলি ও প্রাক্তন কাউন্সিলর ওয়াসিমুল হক। হেল্থ কিটের বাচ্চাদের ওজন মাপার যন্ত্র সহ অন্যান্য জিনিস আছে।
প্রসঙ্গতঃ, দীর্ঘদিন ধরেই পুরনিগমের আশা কর্মীরা তাদেরকে পরিচয় পত্র দেওয়ার দাবি করে আসছিলেন। তারা বলছিলেন, তাদের পরিচয় পত্র না থাকায় তাদের ফিল্ডে গিয়ে কাজ করতে অসুবিধা হচ্ছে। নানা সমস্যায় তাদের পড়তে হচ্ছে। জিতেন্দ্র তেওয়ারি বলেন, আশা কর্মীদের সমস্যার কথা ভেবে তাদের পরিচয় পত্র দেওয়া হলো। এছাড়াও আশা কর্মীরা এবার থেকে স্বাস্থ্য কার্ডের সুবিধা পাবেন।