ASANSOLASANSOL-BURNPURBusiness

চেম্বার অফ কমার্সের নবনির্বাচিত পদাধিকারীদের সম্বর্ধনা

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল চেম্বার অফ কমার্সের নবনির্বাচিত পদাধিকারীদের সম্বর্ধনা প্রদানের অনুষ্ঠান বৃহস্পতিবার বাবা বাসুকিনাথ সেবা সমিতির থেকে আয়োজিত হয়েছিল। এখানে প্রেসিডেন্ট নরেশ আগরওয়াল, সচিব শম্ভুনাথ ঝা, ভাইস প্রেসিডেন্ট বিনোদ গুপ্ত, কার্যনির্বাহী সদস্য বিনোদ কেডিয়া সম্মানিত হয়েছেন। এ উপলক্ষে কমিটির পক্ষে পবন গুটগুটিয়া, এসএন দারুকা, সৃজন জলুকা, নীতেশ জলুকা প্রমুখ উপস্থিত ছিলেন। চেম্বার
পদাধিকারীগণ কমিটি দ্বারা পরিচালিত ল্যাঙ্গারের প্রশংসাও করেন।

আসানসোল বাজারের তরুণ ব্যবসায়ীরা আসানসোল চেম্বার অফ কমার্সের সভাপতি হিসাবে নির্বাচনে জয়ী হবার পর নরেশ আগরওয়ালকে ফুলের তোড়া উপহার দিয়ে এবং মিষ্টি খাওয়িয়ে সম্মানিত করেন। ওই উপলক্ষে নরেশ আগরওয়াল সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা একসঙ্গে নগরীর ব্যবসায়ীদের সমস্যার সমাধান করব এবং ব্যবসা আরও এগিয়ে নেওয়ার বিষয়ে উদ্যোগ নেব। অনুষ্ঠানে যুব ব্যবসায়ী এবং সমাজকর্মী সুদীপ আগরওয়াল, আনন্দ পরীখ, অভিষেক কেডিয়া, মুকেশ শর্মা প্রমুখ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply