ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANPoliticsधर्म-अध्यात्म

যারা ভারতমাতার জয় বলতে লজ্জা পান তাদের রাজনৈতিক দলের মান্যতা দেওয়া উচিৎ নয় : শংকুদেব

বারাবনীর নুণী মোড়ের ৩০ ফুট কালীপুজোর উদ্বোধন

বেঙ্গল মিরর, আসানসোল,সৌরদীপ্ত সেনগুপ্ত :
যে সমস্ত রাজনৈতিক দল ভারতমাতার জয় বলতে লজ্জা পান তাদের রাজনৈতিক দলের মান্যতা দেওয়া উচিৎ নয়। ভারতমাতার জয় তারা দেওয়া কোনো অপরাধ নয় আসানসোলের বারাবনীর নুণী মোড়ের ৩০ ফুট কালীপুজোর উদ্বোধনে এসে বললেন বিজেপি নেতা শংকুদেব পন্ডা।


বস্তুত করোনার সঙ্কটের মাঝে দীপাবলির প্রাক্কালে শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গার মত বারাবনীর নুণী মোড়ের ৩০ ফুট কালির উদ্বোধন করতে কলকাতা থেকে আসেন বিজেপি রাজ্য নেতা শংকুদেব।
কালীপুজো উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের বলেন এই পুজো বেশ জনপ্রিয় ওই এলাকাতে। মা কালীর কাছে তিনি সবার মঙ্গল কামনা করেন। এছাড়া রাজ্যের শাসকদলের শুভ বুদ্ধির উদয় হোক বলেন তিনি। দুর্গাপুজোর সময় তিনি আসানসোলে এসেছিলেন। জেলার বিজেপি যুব সভাপতি অরিজিৎ এবং অন্যান্য নেতৃত্ব যে উদ্যোগ নিয়েছে তাতে আসানসোলে ভূমিকম্প এসেছে। এবার কালীপুজোর পর মা কালীকে প্রণাম করে আরো যেসব চুনোপুটি আছে তাদেরও ব্যবস্থা করে দেবেন তারা।এছাড়া তিনি কয়লা কারবারিদের হুশিয়ারি দিয়ে বলেন তাদের শায়েস্তা করবার ওষুধ তাদের জানা রয়েছে।

এদিকে পুজো উদ্বোধনের পর একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন শংকুদেব পন্ডা। কালীপুজোর উদ্বোধন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার বিজেপি ভাইস প্রেসিডেন্ট প্রশান্ত চক্রবর্তী, সেক্রেটারি সুধা দেবী, জেলার বিজেপি যুব সভাপতি অরিজিৎ রায়, এছাড়া অমল রায়, সুচন্দ্রা রায় প্রমুখ।

অন্যদিকে ওইদিন শিল্পাঞ্চলে অন্যান্য কালীপুজো প্যান্ডেলগুলি উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এবং পাণ্ডবেশ্বর বিধায়ক তথা আসানসোল কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তেওয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *