মোবাইলে চুরি গ্যাং – এর ৩ গ্রেপ্তার, উদ্ধার প্রচুর মোবাইল
বেঙ্গল মিরর, দুর্গাপুর, সৌরদীপ্ত সেনগুপ্ত : Durgapur মোবাইলে চুরি গ্যাং – এর ৩ গ্রেপ্তার, উদ্ধার প্রচুর মোবাইল
বেশ কিছুদিন ধরেই দুর্গাপুর শিল্পাঞ্চলে স্মার্টফোন চুরির অভিযোগ দায়ের হচ্ছিল আসানসোলে দুর্গাপুর কমিশনারেটের অন্তর্গত দুর্গাপুর থানায়। মোবাইল চুরির ওপর রাশ টানতে দুর্গাপুর থানার পুলিশ একটি বিশেষ টিম গঠন করেন। টিমের নেতৃত্ব দেন। এডিপিসি এর এসিপি ইষ্ট। সঙ্গে ছিলেন সি আই এ দুর্গাপুর এবং দুর্গাপুর থানার ওসি রাজশেখর মুখার্জি। বেশ কিছুদিন ধরেই ওই টিমের সদস্যরা নজরদারি চালাচ্ছিলেন মোবাইল চুরির গ্যাং কে সনাক্ত করার জন্যে।
অবশেষে সোর্স মারফত খবর পেয়ে নজরদারি করে দুর্গাপুর থানার ওই বিশেষ টিম একটি পেশাদার মোবাইল চুরির
গ্যাং-কে সনাক্ত করে এবং গ্যাং এর তিনজন সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো মায়াবাজার কদমতলার সরোজ কুমার বিন্দ ওরফে লাল, তমলা ব্রিজ বস্তির বিভাকর বার্নওয়াল এবং ওয়ারিয়া মনার মোহাম্মদ কৌশর। গ্রেপ্তার হওয়া ওই গ্যাং এর কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে দুর্গাপুর টাউন অঞ্চল থেকে বিপুল পরিমাণ চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে প্রাথমিকভাবে দুর্গাপুর থানার ওসি রাজশেখর মুখার্জীকে যোগাযোগ করা হলে তিনি বলেন,” এটি নিঃসন্দেহে একটি বড় ডিটেকশন। এর জন্যে এসিপি (ইষ্ট) সাহেবের নেতৃত্বাধীন সমগ্র টিমকে ধন্যবাদ জানাই।”