কালী পুজোয় অভিনব উদ্যোগ নিল রুপনারায়ণপুরের ইয়ুথ ক্লাব
বেঙ্গল মিরর, রাজা ব্যানার্জি,আসানসোল: রূপনারায়ণপুর ইয়ুথ ক্লাব কালীপুজোয় এবার অভিনব উদ্যোগ নিল। কালী পুজো উপলক্ষে সমস্ত জাঁকজমক এবং বাজির উৎসব বন্ধ করে সালানপুর ব্লকের সেরা ছয় করোনা যোদ্ধাকে বিশেষভাবেে সম্মান জানালো।




যারা প্রথম দিন থেকেই কেউ অ্যাম্বুলেন্স চালিয়ে রুগিিকে পৌঁছে দিয়েছে এই অঞ্চল থেকে বিভিন্ন হাসপাতালে , কেউ প্রথমদিন থেকেই একা গ্রামীন হাসপাতালে বা কোন শিবিরে গিয়ে করোনা পরীক্ষা করেছে। অথবা যারা জেলা হাসপাতালে কোবিডের সময় রক্ত সংগ্রহের ব্যাপকভাবে কাজ করেছেন অথবা নিয়মিতভাবে সমস্ত কিছুকে উপেক্ষা করে এই ধরনের রোগীদের হাসপাতালে পৌঁছে দিয়েছেন, হাসপাতাল থেকে ফিরিয়ে এনেছেন বা তাদের বাড়ির খোঁজ-খবর রেখেছেন এমন ৬ জনকে বিশেষভাবে সম্মানিত করা হল এবং স্মারক উপহার দেয়া হলো।
একই সঙ্গে ক্লাবের পক্ষ থেকে রূপনারায়ণপুর মাছ বাজার, সবজি বাজার, সাধারণ বাজার, বাস স্ট্যান্ড সেনিটাইজ করা হলো। এই অভিনব কাজের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দা থেকে সরকারি আধিকারিকরাও। ক্লাবের সদস্যদের সাথে স্থানীয় ফাঁড়ির ওসি সেকেন্দার আলম এবং স্থানীয় সমাজকর্মী বিজয় সিংহ উপস্থিত ছিলেন। বাজার এলাকায় সেনিটাইজ করার সাথে সাথে প্রায় ৫০০ জনকে মাস্ক বিলি করা হয়।