রহমতনগরে তৃণমূলের উদ্যোগে রক্তদান শিবির
বেঙ্গল মিরর, বার্নপুর: আসানসোলের বার্নপুরে তৃণমূলের উদ্যোগে রক্তদান শিবির blood camp করা হয়েছে। এদিন বার্নপুরের রহমতনগর এলাকায় এই রক্তদান শিবির করা হয়েছে। এই রক্তদান শিবিরে তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু, জেলা তৃণমূলের সহ সভাপতি রবিউল ইসলাম সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।এই শিবিরে বহু মানুষ রক্তদান করেছেন। সরকারি স্বাস্থ্য বিধি মেনেই এই শিবির করা হয়েছে। এদিন রক্তদাতাদের মানপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে।তৃনমৃল নেতৃত্বের তরফে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই রক্তদান শিবির করা হয়েছে।