ASANSOLDURGAPURLatestNewsPANDESWAR-ANDALRANIGANJ-JAMURIATOP STORIESWest Bengal

রাজ্যের ১১০ জন ইন্সপেক্টরকে বদলি করার নির্দেশ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের রদবদল জারি রয়েছে। রাজ্যের ১১০ জন ইন্সপেক্টরকে বদলি করার নির্দেশ জারি করা হয়েছে। ওই নির্দেশে যে তালিকা রয়েছে তাতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং আশেপাশের জেলাগুলোর একাধিক ইন্সপেক্টর রয়েছেন। দেবজ্যোতি সাহা সহ একাধিক ইন্সপেক্টরকে শিল্পাঞ্চল থেকে বদলি করা হয়েছে।

আসানসোল, রাণীগঞ্জের থানার ইনচার্জ বদল করা হয়েছে

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট থেকে রানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, দক্ষিণ থানার ইনচার্জ অনিন্দ্য দে, সিআই দুর্গাপুর ‘এ’ অর্ঘ্য মণ্ডল, সিআই দুর্গাপুর ‘ বি ‘ দেবজ্যোতি সাহাকে কমিশনারেটের বাইরে বদলি করা হয়েছে এবং স্নেহময় চক্রবর্তীকে আসানসোল সিআই নিয়োগ করা হয়েছে। পিন্টু মুখোপাধ্যায়কে সিআই রানীগঞ্জ দায়িত্বে নিযুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *