ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANBihar-Up-JharkhandLatestRANIGANJ-JAMURIAWest Bengal

আসানসোল থেকে চালু হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৮ নভেম্বরঃ পূর্ব রেলের আসানসোল ডিভিশনে ২ ডিসেম্বর থেকে নন- সাবার্বান বা প্যাসেঞ্জার ট্রেন চালু করা হচ্ছে। শনিবার পূর্ব রেলের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ট্রেন চালুর কথা বলা হয়েছে।


পূর্ব রেল সূত্রে জানা যায়, ২ ডিসেম্বর থেকে আসানসোল ডিভিশনের বিভিন্ন সেকশানে মোট ৩৩ টি নন- সাবার্বান বা প্যাসেঞ্জার ট্রেন চলাচল শুরু হচ্ছে। যারমধ্যে ৮টি চলবে আসানসোল বর্ধমান ও বর্ধমান – আসানসোল সেকশানে। ৫ টি চলবে যোশিডি- বৈদ্যনাথধাম সেকশানে। ৪ টি করে চলবে আসানসোল ডিভিশনের অন্ডাল – সাঁইথিয়া, আসানসোল – ধানবাদ ও আসানসোল – যোশিডি – ঝাঁঝা ও ভাগলপুর – বাঁকা – হংসডিহা – দুমকা সেকশানে । এছাড়াও ২ টি করে ট্রেন চলবে আসানসোল – ঝাঁঝা ও রামপুরহাট – দুমকা সেকশানে।
রেলের তরফে বলা হয়েছে, ট্রেনে ভ্রমণ করার সময় মাস্ক বা ফেস কভার পড়া বাধ্যতামুলক। অন্যান্য স্বাস্থ্য বিধি সবাইকে মেনে চলতে হবে।
প্রসঙ্গতঃ, ১ ডিসেম্বর থেকে হাওড়া – ধানবাদের মধ্যে কোলফিল্ড এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু করা হবে বলে, আগেই রেলের তরফে জানানো হয়েছে ।

LOCAL TRAIN TIME TABLE

trains time table

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *