ASANSOLPolitics

ফ্রেডারিক এঙ্গেলস এর দ্বিশততম জন্মবার্ষিকী পালিত আসানসোলে

বেঙ্গল মিরর, রাজা ব্যানার্জি, আসানসোল: আজ 28 শে নভেম্বর মহান ফ্রেডারিক এঙ্গেলস এর দ্বিশততম জন্মবার্ষিক আসানসোলের বি এন আর মোড়ে এসইউসিআই কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে পথসভা ও কোটেশন এক্সিবিশন কর্মসূচি নেওয়া হয়। প্রখ্যাত বিপ্লবী দার্শনিক এবং কার্ল মার্কসের সহযোদ্ধা’ কমরেড ফ্রেডরিক এঙ্গেলস মার্কসবাদ ও দ্বন্দ্বমূলক বস্তুবাদ কে শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছিলেন যা আজ সর্বহারা বিপ্লবের এবং শ্রমিক শ্রেণীর দ্বারা সমাজ পরিবর্তনের একমাত্র নির্ণায়ক হাতিয়ার হিসেবে কাজ করছে। বস্তুর মধ্যেও যে বিভিন্ন বিপরীত চরিত্র ধর্মী বস্তুকণার প্রতিনিয়ত চলছে যার ভিত্তিতে বস্তুর আপেক্ষিক অবস্থান ও পরিবর্তন ঘটছে, তেমনি শ্রেণীবিভক্ত সমাজে দুই শ্রেণীর মধ্যে চরম দ্বন্দ্ব বিদ্যমান। তাই সমাজে দুটি পরস্পর বিরোধী শ্রেণি যেহেতু আছে তাই সমাজে দুটি ভিন্ন একদম বিপরীতধর্মী শ্রেণি চিন্তা আছে যা সমাজকে টিকিয়ে রাখতে এবং পাল্টাতে সাহায্য করে।

এই ঐতিহাসিক দ্বন্দ্বে তথ্যের ভিত্তিতেই মার্কসবাদ আজও মানুষের কাছে গ্রহণীয় এবং একমাত্র সর্বশ্রেষ্ঠ এবং সর্ব গৃহীত গতিশীল দর্শন হিসাবে পরিগণিত — এই বক্তব্য আজকের কর্মসূচিতে বক্তাদের মাধ্যমে উঠে আসে এবং সাথে সাথে দিল্লিতে পাঞ্জাব হরিয়ানা থেকে আগত কৃষকদের উপরে বিজেপি সরকারের ব্যাপক দমন-পীড়ন, তারও তীব্র সমালোচনা করা হয় আজকের সভায়।আসানসোল লোকাল কমিটির পক্ষ থেকে মাল্যদান করেন কমরেড দেবদাস মাঝি, বক্তব্য রাখেন কমরেড শঙ্খ কর্মকার কমরেড প্রিয়াঙ্কা চ্যাটার্জী ও অজন্তা চার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *