ASANSOLASANSOL-BURNPURBengali News

আসানসোল প্রেস ক্লাবের সৌমিত্র স্মরণ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :সবার প্রিয় “ফেলুদা” অর্থাৎ কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় প্রয়াত হন ১৫ নভেম্বর ২০২০।
প্রবাদপ্রতীম বর্ষীয়ান চলচ্চিত্র এবং মঞ্চ অভিনেতা, মঞ্চ নির্দেশক, লেখক, কবি, আবৃত্তিকার ও অনুবাদক শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সমগ্র বাঙ্গালী গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার জন্ম হয় ১৯ জানুয়ারি ১৯৩৫।

আসানসোল প্রেস ক্লাবের সৌমিত্র স্মরণ

পদ্মভূষণ এবং ভারতীয় সিনেমার শ্রেষ্ঠতম সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তী শিল্পী প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কর্মময় জীবনের সুদীর্ঘ বর্ণময় নানান দিক নিয়ে মনোজ্ঞ আলোচনা করেন চালচিত্র সমালোচক অনিরুদ্ধ দাশগুপ্ত, নাট্য পরিচালক ও অভিনেতা স্বপন বিশ্বাস, রুদ্র চক্রবর্তী l

প্রয়াত অভিনেতার প্রতিকৃতিতে মাল্যদান করেন আসানসোল প্রেস ক্লাবের সহ সভানেত্রী দেবযানী সিনহা, ক্লাব সম্পাদক রাজা ব্যানার্জি, চিত্রা সাংবাদিক গৌর শর্মা, সাংবাদিক উৎপল দত্ত, সৌরদীপ্ত সেনগুপ্ত, অনিক মুখার্জী, ভোলানাথ রায়, কাউন্সিলার আল্পনা ব্যানার্জী,অভিনেত্রী বাসন্তী মিশ্র, চিত্রশিল্পী সুমিত গাঙ্গুলি, সাংস্কৃতিক কর্মী দেবব্রত বোস,অর্ণব মুখার্জি ও রুবি চাটার্জি ও সমাজকর্মী আনোয়ারুল সোহেলসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *