পাটনা – কলকাতা আন্তঃরাজ্য বাস থেকে উদ্ধার সাড়ে তিনশোরও বেশী টিয়া ও ময়না পাখি
গ্রেফতার খালাসি ও কন্ডাকটর
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, দূর্গাপুর, ১ ডিসেম্বরঃ পাটনা – কলকাতা( বাংলা বিহার) আন্তঃরাজ্য বাস থেকে মঙ্গলবার সকালে উদ্ধার হলো সাড়ে তিনশোরও বেশী টিয়া ও ময়না পাখি। গ্রেফতার করা হয় বাসের খালাসি ও কন্ডাকটরকে। বিহারের পাটনার বাসিন্দা ধৃতদের নাম হলো সনু তেওয়ারি ও রঞ্জন মিশ্র। তাদেরকে বুধবার দূর্গাপুর আদালতে তোলা হবে।
জানা গেছে, এদিন বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুর ফরেস্ট ডিভিশন যৌথ অভিযানে ধরা পড়ে বাক্সের মধ্যে খাঁচায় থাকা পাহাড়ি টিয়া ও ময়না। দূর্গাপুরের বাঁশকোপা টোলপ্লাজায় ঐ বাসটিকে আটকে ফরেস্ট বিভাগের আধিকারিক ও কর্মীরা। বাসের খালাসি ও কন্ডাকটরকে ফরেস্ট বিভাগ প্রথমে আটক করে। পরে তারা এইসব পাখি কে বা কারা নিয়ে যাচ্ছিলো তা বলতে না পারায় তাদেরকে গ্রেফতার করা হয়।
এই ব্যাপারে দূর্গাপুর ডিভিশনের ডিএফও নীলরতন পান্ডা বলেন, আমরা গোপন সূত্রে খবর পেয়ে ঐ বাসটিকে টোলপ্লাজায় আটকাই। পরে তল্লাশি করে সাড়ে তিনশোরও বেশি টিয়া ও ময়না পাখি উদ্ধার করি। ধৃতরা জানায়, কয়েকজন পাটনা থেকে বাক্সে থাকা খাঁচাগুলি তুলেছিলো। তারা কারা তা বাসের খালাসি ও কন্ডাকটর বলতে না পারায় আমরা তাদের গ্রেফতার করেছি। বুধবার তাদেরকে দূর্গাপুর আদালতে তোলা হবে। আদালত নির্দেশ দিলে এইসব পাখি আমরা জঙ্গলে ছেড়ে দেবো।