ইসিএলের সদর দফতরে বিক্ষোভ দেখালো তৃণমূল
বেঙ্গল মিরর, কুল্টি ঃ 6 মাস ধরে ইসিএলের অস্থায়ী নিরাপত্তা রক্ষীরা বেতন পাচ্ছেন না।এই অভিযোগ তুলে আসানসোলের সাঁকতোড়িয়া ইসিএলের সদর দফতরে মুখ্য নিরাপত্তা আধিকারিক তন্ময় দাসের অফিসে বিক্ষোভ দেখালো তৃণমূল। এদিন তৃণমূল নেতৃত্বে কর্মী সমর্থকরা অফিস চত্বরে বসে বিখোভ দেখায়।তাদের দাবি অবিলম্বে অস্থায়ী নিরাপত্তা রক্ষীদের বকেয়া বেতন দিতে হবে এবং তাদেরকে পুনর্নিয়োগ করতে হবে।