মেধাবী শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের সংবর্ধনা
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত, বার্নপুর: ছাত্র-যুব সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে শুক্রবার বার্নপুরের প্রান্তিক ক্লাবে মেধাবী শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সাধন চক্রবর্তী, আসানসোল পৌর কর্পোরেশন প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন জিতেন্দ্র তিওয়ারি, সদস্য অশোক রুদ্র প্রমুখ।




এই অনুষ্ঠানে জিতেন্দ্র তিওয়ারি বলেন এই পরিস্থিতিতে সীমিত ক্ষমতার মাঝে এই অনুষ্ঠানের আয়োজন করে আমাদের আসার সুযোগ করে দিয়েছেন তার জন্য ধন্যবাদ । করোনার সমস্যা ছিল কিন্তু প্রতিভা থামাতে পারেনি। এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণির মেধাবীদের সম্মান জানানো হছে। আমরা সমাজে বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছি। কিন্তু আমাদের যে অনুপ্রেরণা জাগিয়ে তোলে তা থামেনি । এই অনুষ্ঠান এক বছরের জন্য নয় বরং গত 8-9 বছর ধরে হচ্ছে তার জন্য আয়োজক কর্তৃপক্ষের ভুমিকা প্রশংসনীয়।