ASANSOLBengali News

সমাজসেবামূল কাজের জন্য অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের চেয়ারম্যান বুম্বা মুখোপাধ্যায় পেলেন সাম্মানিক ডক্টরেট

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, ২৮ ডিসেম্বরঃ স্বেচ্ছাসেবী সমাজসেবা মুলক কাজ বলতে সাধারণতঃ স্বার্থহীন ভাবে কোন কাজ করাকেই বোঝায়। যা একজন ব্যক্তি বা সংগঠন কোন আর্থিক বা সামাজিক লাভের জন্য করে না। সেইরকমই কাজের জন্য অনারারি বা সাম্মানিক রয়েল ডক্টরেট ডিগ্রী দেওয়া হয় ব্রাজিলের এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এবার সেই সম্মান পেলেন অল ইণ্ডিয়া হিউম্যান রাইটস কাউন্সিলের চেয়ারম্যান বুম্বা মুখোপাধ্যায়।

বুম্বা মুখোপাধ্যায় ওরফে শঙ্কর মুখোপাধ্যায় নামাঙ্কিত ডক্টরেট সার্টিফিকেট এলো এবার আসানসোলে। ব্রাজিলের একটি সংস্থার পক্ষ থেকে এই উপাধি দেওয়া হয়েছে তাকে। ব্রাজিলের শিক্ষা প্রতিষ্ঠান আইটিএমইউটি (ITMUT) অনারারি বা সাম্মানিক ডক্টরেট উপাধি দেওয়া হয়ে থাকে বিশিষ্টজনদের। বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের উপর রিসার্চ করে সংস্থার পক্ষ থেকে ডক্টরেট উপাধি দেওয়া হয়ে থাকে। এই বছর সেই উপাধি পাচ্ছেন সমাজসেবী বুম্বা মুখোপাধ্যায়। বিশেষ করে বুম্বা মুখোপাধ্যায়ের উদ্যোগে ফুড ব্যাঙ্ক হলো অন্যতম সফল কর্মসূচি।

সোমবার পর্যন্ত আসানসোল স্টেশন সংলগ্ন এলাকা লাগাতার ৮২২ দিন ধরে দুঃস্থ অসহায় ও ফুটপাতবাসীদেরকে বুম্বা মুখোপাধ্যায়ের নেতৃত্বে সংগঠন খাবার দিয়ে আসছে। অল ইণ্ডিয়া হিউম্যান রাইটস কাউন্সিলের বার্নপুরের দুটি শাখাও ইতিমধ্যেই বার্নপুর বাসস্ট্যান্ড ও স্টেশনে দুঃস্থ মানুষদের খাবার দেওয়ার কাজ শুরু করেছে। যা ইতিমধ্যেই একবছর পেরিয়ে গেছে। এই সমস্ত কাজ দেখেই ব্রাজিলের ঐ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সাম্মানিক ডক্টরেট সম্মান দেওয়া হয়েছে ।
এই প্রসঙ্গে বুম্বা মুখোপাধ্যায় বলেন, আমাদের সামাজিক ও সমাজসেবা মূলক কাজের প্রেক্ষিতে যে রয়েল ডক্টরেট সম্মান দেওয়া হয়েছে। ইনস্টিটিটো টেলেজিকো ডেমিস্যাও আলমিটা ট্রমবিটা বা আইটিএমইউটি (ব্রাজিল) থেকে সম্মান দেওয়া হয়েছে। তার জন্য আমাদের উৎসাহ ও কাজ করার উদ্যোম আরো বাড়লো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *