আমলাদহি বাজারে ভয়ংকর আগুন
বেঙ্গল মিরর,দেব ভট্টাচার্য, চিত্তরঞ্জন: চিত্তরঞ্জনের আমলাদহি বাজারে মঙ্গলবার ভোর থেকেই ভয়ংকর আগুন। বেশ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চিত্তরঞ্জন এর দুটি দমকলের ইঞ্জিন এবং পরে রাজ্য সরকারের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয় শতাধিক মানুষ আগুন নেভানোর কাজে ছুটে এসেছেন। তবে কোন জীবনহানির ঘটনা না ঘটলেও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ।মনে করা হচ্ছে স্থানীয় একটি কাঠের দোকান থেকেই এই আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। স্থানীয় আই এন টি ইউ সি নেতা ইন্দ্রজিৎ সিনেমা ঘটনাস্থলে দাঁড়িয়েই বলেন এর আগেও এই বাজারে একাধিকবার আগুন লেগেছে। এখন উদ্ধারকার্য করাটাই হচ্ছে প্রধান কাজ। এদিকে আগুনের খবর পেয়ে আরপিএফ এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।