Bengali NewsRANIGANJ-JAMURIA

এক কোটি 24 লক্ষ 34 হাজার ব্যয় রাস্তা, শিলান্যাস করলেন তাপস ব্যানার্জি

বেঙ্গল মিরর, দীপ রঞ্জন ব্যানার্জি,রানীগঞ্জ। আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত রানীগঞ্জের পঞ্চায়েতের জে কে নগর মূল রাস্তা বহুদিন থেকে ক্ষত বিক্ষত অবস্থায় পড়েছিল। এর আগে আড্ডা থেকে 40 লক্ষ ব্যয় করে এই রাস্তা ঠিক করা হয়েছিল। কিন্তু সেই রাস্তা বেশি দিন চলে নি। রানীগঞ্জ এ মমতা ব্যানার্জির প্রশাসনিক সভা ই জে কে নগর মূল রাস্তার উদ্ঘাটন করে গেছিলেন। আজ পুনরায় আড্ডা এর পক্ষ থেকে এক কোটি 24 লক্ষ 34 হাজার ব্যয় এ রাস্তাটি শিলান্যাস করলেন আড্ডার চেয়ারম্যান ও আসানসোল দক্ষিণের বিধায়ক তাপস ব্যানার্জি।জে কে নগর মূল রাস্তাটি ক্ষত বিক্ষত অবস্থায় থাকায় এখানকার মানুষদের চাহিদা ছিল সংস্কার করার।

শিলান্যাস করলেন তাপস ব্যানার্জি

কেনো না এই রাস্তা দিয়েই আসে পাসে জেমাড়ি, নিমচা, হাড়ভাঙ্গা, তিরাট গ্রাম আছে রাধা এবং রানীগঞ্জ শহর পর্যন্ত যাওয়া যায়। এ রাস্তাটি হওয়ায় এলাকার মানুষদের ভীষণ খুশি ।কেননা তাদের বক্তব্য এ রাস্তা দিয়ে যাতায়াত এর অযোগ্য হয়ে দাঁড়িয়ে ছিল। যানবাহন চালানো দুষ্কর হয়ে উঠেছিল ।বিশেষ করে বর্ষাকালে ভীষণ অসুবিধা হতো মাঝে মাঝে এক দুটো দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে । জে কে নগর রাস্তাটি হলে আশেপাশে যত গ্রামের মানুষ আছে তারা উপকৃত হবে। উপস্থিত ছিলেন রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদি নুনিয়া, জিমারি এই পঞ্চায়েতের প্রধান শিল্পী মাঝি, জিমারী পঞ্চায়েতের সদস্য তারকেশ্বর রায়, তপন মুখার্জি সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *