শুভেন্দু কে তোপ দাগলেন ভি শিবদাসন দাশু
বেঙ্গল মিরর, রাজা ব্যানার্জি ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল: শুভেন্দু কে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু। তিনি সোমবার নিজের সোশাল মিডিয়া থেকে পোস্ট করেছেন শুভেন্দু তুমি যে আজকে বড়ো বড়ো বক্তৃতা দিচ্ছ, তোমার জানা উচিত আজকে তুমি শুভেন্দু হয়েছ মমতা দিদির জন্য । দিদি তোমাকে ৩৫ টা পোস্ট, মন্ত্রী, রজ্য যুব সভাপতি, সাধারণ সম্পাদক প্রদেশ তৃণমূল কংগ্রেস, এইসব করেছিল বলেই তুমি আজ পরিচয় পেয়েছ। ১৯৯৮ সালের আগে তোমার পরিচয় ছিল তুমি শিশির অধিকারী র ছেলে আর কিছু না। আজ দিদির দয়াতে তুমি আপন পরিচয় পেয়েছ।
আজ তুমি তৃণমূল কংগ্রেসর নেতৃত্ব কে মিথ্যা ভ্রষ্টাচারের অপবাদ দিচ্ছ কিন্তু তুমি হলদিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন এর চেয়ারম্যান তথা পরিবহন মন্ত্রী থাকা কালীন কত দুর্নীতির করেছ, তা আমি নিজে রাজ্য পরিবহন দপ্তরে একজন সাধারণ মেম্বার হিসাবে জোর গলায় বলতে পারি।
তুমি আজ CBI এর ভয়ে BJP তে যোগদান করেছো । তোমার এই দিবা স্বপ্ন ক্ষমতায় আসার ২০২১-এ ভেঙে যাবে,তুমি কোনো কুলে থাকবে না।
মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিল, আছে এবং তৃতীয় বারও বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন।