আসানসোলে শুরু হলো মুক্ত হাট
বেঙ্গল মিরর, আসানসোল: আসানসোলে শুরু হলো মুক্ত হাট। করোনা আতঙ্কের কারণে সমস্ত হস্তশিল্প (Handicraft)) মেলা বন্ধ। আর যার ফলে হস্তশিল্পীরা কার্যত উপার্জনহীন হয়ে পড়েছিলেন। অন্য কোনও পথ ছিল না তাদের কাছে নিজেদের তৈরি জিনিস বিক্রি করার।আর সেখান থেকে দাঁড়িয়ে মুক্ত হাটের (open hat) ভাবনা নেয় শিল্পীরা নিজেরাই।
শুক্রবার আসানসোলের রবীন্দ্রভবনের উল্টোদিকে আসানসোলের মুক্ত হাট শুরু হলো। যেখানে আসানসোলের কমপক্ষে ৬০ জন হস্তশিল্পী নিজেদের তৈরি জিনিসপত্র নিয়ে বিক্রি করতে বসলেন। এই ধরনের উদ্যোগ একেবারেই প্রথম। আসানসোলের বিশিষ্ট শিল্পী পার্থ নাগের মস্তিষ্কপ্রসূত এই উদ্যোগ। তিনি শিল্পীদের একজোট করে এই ধরনের হাট করার প্রস্তাব দিয়েছিলেন।
পাশে দাঁড়িয়েছেন আসানসোলের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। এদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় আসানসোল হাটের। প্রতি শুক্রবারেই হাট বসবে আসানসোলের বিএনআরে যেখানে হস্তশিল্পীদের পাশাপাশি চিত্রশিল্পী এমনকি অনেকে বাড়িতে খাবার তৈরি করেন সেই খাবার নিয়ে মানুষজন এসে বসছেন হাটে। শিল্পীদের আশা তারা উপার্জনে ফিরবেন খুব দ্রুত। মানুষজনের উৎসাহ এবং সাড়া দেখেও তারা উচ্ছ্বসিত হয়েছেন।