ASANSOLBengali News

অমরনাথ চ্যাটার্জি কে সংবর্ধনা দেওয়ার জন্য মানুষের ঢল

বেঙ্গল মিরর, আসানসোল: অমরনাথ চ্যাটার্জির আসানসোল পুরসভার প্রশাসক বোর্ড চেয়ারপার্সনের দায়িত্ব নেওয়ার পর সোমবার আসানসোল পৌর কর্পোরেশনের সদর দফতরে তাকে অভিনন্দন জানানো হয়।  ওনাকে ব্যবসায়ীদের , সামাজিক এবং রাজনৈতিক সংগঠন দ্বারা সম্মানিত করা হয়।  রাধে-রাধের গোলু গুপ্ত, গৌরব কুশওয়াহ সম্মানিত করেন।  আসানসোল চেম্বার অফ কমার্সের পক্ষে ছিলেন সচিব শম্ভুনাথ ঝা, সিনিয়র সহ-সভাপতি ওম প্রকাশ বাগরিয়া, মুকেশ তোদি, বিনয় শর্মা, সুনিত দাস প্রমুখ। ক্রেডাইএর পক্ষ থেকে সুব্রত চ্যাটার্জী ওরফে বুলু দা, বিনোদ গুপ্তা, হরিনারায়ণ আগরওয়াল, শচীন রায় সম্মানিত করেছেন।  এছাড়া ও অন্যান্য সংগঠন থেকে সংবর্ধনা জানানো হয়। বিকেলে গোপালপুরে তৃণমূল নেতা আকাশ মুখার্জির নেতৃত্বে অমরনাথ চ্যাটার্জি কে সংবর্ধনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *