ASANSOLBengali News

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পথে নামলো TMCP

বেঙ্গল মিরর, আসানসোল:: সোমবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ TMCP পশ্চিম বর্ধমান জেলা কমিটি প্রতিবাদ মিছিল বের করে।  উষাগ্রাম থেকে বের হওয়া মিছিলটি পৌর কর্পোরেশনের কাছে এসে পৌঁছায়।  এতে প্রচুর সংখ্যক শিক্ষার্থী অংশ নিয়েছিল।

  টিএমসিপি নেতা অভিনব মুখোপাধ্যায় বলেন যে কেন্দ্রীয় সরকার কেবল ভুয়া প্রতিশ্রুতি ও ঘোষণা দেয়।  ২০১৪ সালেই, নরেন্দ্র মোদী বলেছিলেন যে প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রতিবছর 2 কোটি কাজ দেওয়া হবে।  কিন্তু ক্ষমতায় আসার পরে তিনি চাকরি ছিনিয়ে নিতে শুরু করেন।  কর্মসংস্থান শেষ।  আজ সরকারী প্রতিষ্ঠানকে নির্বিচারে বেসরকারী করা হচ্ছে।  যার কারণে ভবিষ্যতে যুবকদের কর্মসংস্থানের সুযোগ থাকবে না। 

তিনি বললেন যে সরকার সাধারণ জনগণের চেয়ে বেশি পুঁজিবাদীদের নিয়ে উদ্বিগ্ন।  রেলওয়ে দেওয়া হচ্ছে বেসরকারি হাতে।  বড় বড় কারখানা ও শিল্প বন্ধ হচ্ছে।  আজ দেশের যুবসমাজ দিশাহীন হয়ে পড়েছে।  যুবসমাজকে সম্মিলিতভাবে এর বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে।  অনুষ্ঠানে টিএমসিপির সুব্রত দাস, ঝিলিক চ্যাটার্জি প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *