ASANSOLBengali News

Corona টিকা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ Babul সুপ্রিয়র

জিতেন্দ্র তেওয়ারির কাছে অমরনাথ চট্টোপাধ্যায়ের কাজ শেখা উচিত
আসানসোলে রেলের অনুষ্ঠানে সাংসদ

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১২ জানুয়ারিঃ চাল চুরি ও আমফানের টাকা চুরির মতো যেন করোনার টিকা চুরি ( Corona vaccine) না হয় সেটা দেখতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে(Mamata Banerjee)। মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে এইভাবেই কটাক্ষ করলেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতি মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)।

তিনি আরো বলেন, কেন্দ্রীয় সরকার করোনার টিকা বিনামূল্যে দিচ্ছে। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করছেন উনি এই টিকা দিচ্ছেন। এইসব একবারে মিথ্যে কথা। ভোট আসছে বলে তিনি এইসব মিথ্যা কথা বলছেন রাজ্যের মানুষের কাছে।


মঙ্গলবার দুপুরে আসানসোলের সেনরেলে রোডে রেলের আণ্ডারপাসের নতুনভাবে সংস্কার ও সৌন্দর্যেকরণের উদ্বোধন করেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতি মন্ত্রী বাবুল সুপ্রিয়। অন্যদের মধ্যে ছিলেন আসানসোলের ডিআরএম সুমিত সরকার।

ভ্যাকসিন কেন্দ্র সরকার বিনামূল্যে দিচ্ছে


সেই অনুষ্ঠানেই টিকা বা ভ্যাকসিন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারকে একহাত নেন। তিনি বলেন, ভ্যাকসিন কেন্দ্র সরকার বিনামূল্যে দিচ্ছে। কেন্দ্র সরকার অনেকদিন আগেই তা ঘোষণা করেছে। সোমবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তা জানিয়েওছেন ।

বাবুল আরো বলেন, কেন্দ্রের স্বাস্থ্য দফতর তো রাজ্যে এসে ভ্যাকসিন পৌঁছে দেবে না। তা করতে হবে রাজ্যে স্বাস্থ্য দপ্তর ও কর্মীদের মাধ্যমেই। আমফানের টাকা ও চাল চুরির মতো টিকা চুরি না হয়ে দাঁড়ায় সেটা শুধু মুখ্যমন্ত্রীকে দেখলেই হবে।


সোমবার অমরনাথ চট্টোপাধ্যায় আসানসোল পুরনিগমের পুর প্রশাসক পদে বসার পরে তৃণমূলের একাংশ দাবি করেছিলো, “এবার যোগ্য লোককে বসানো হল পুর প্রশাসকের পদে। তৃণমূলের সেই দাবিকে কার্যত নস্যাৎ করে দিলেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতি মন্ত্রী বাবুল সুপ্রিয়।

মঙ্গলবার আসানসোলে তিনি জিতেন্দ্র তেওয়ারির প্রশংসায় বলেন, জিতেন্দ্র তেওয়ারির কাছে অমরনাথ চট্টোপাধ্যায়ের কাজ শেখা উচিত। বাবুল সুপ্রিয়র কটাক্ষ ‘অমরনাথ বাবু অমর’ থাকুন। উনি যেহেতু নতুন এসেছেন তাই ওনার উচিত জিতেন্দ্র তেওয়ারির কাছে গিয়ে কাজ শিখে নেওয়া।


বাবুল সুপ্রিয়ের কাছে জানতে চাওয়া হয়, পুর প্রশাসক হয়েই অমরনাথ চট্টোপাধ্যায় দাবি করেছেন কেন্দ্রের কোনও টাকা আসানসোল পুরনিগম পায়নি। কেন্দ্রীয় প্রকল্পে ১০০ কোটি টাকার মধ্যে অর্ধেক পাওয়ার ছিল সেই টাকা তারা এখনও পাননি। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাবুল সুপ্রিয় কটাক্ষ করেন অমরনাথবাবুকে।

উনি সবে মাত্র এসেছেন, কিছু জানেন না

তিনি বলেন, উনি সবে মাত্র এসেছেন। কিছু জানেন না। পুর ও নগরোন্নয়ন মন্ত্রীকে ফিরহাদ হাকিমকে জিতেন্দ্র তেওয়ারি যে চিঠি লিখেছিলেন ওনার উচিত সেই চিঠিটি খতিয়ে পড়া। সেখানে পরিস্কার লেখা রয়েছে কেন্দ্রের টাকা রাজ্যের মাধ্যমে পুরনিগমের কাছে আসে। এসব না জেনে অমরবাবু খেলো মন্তব্য করে নিজেকে হাসির খোরাক করছেন।

আমি যা বলেছি, তা একদম ঠিক


অন্যদিকে, আসানসোলের পুর প্রশাসক পাল্টা বাবুল সুপ্রিয়কে আক্রমণ করে বলেন, জিতেন্দ্র তেওয়ারির উপর তার যদি এতোই টান তাহলে তিনি তার বিজেপিতে আসা আটকাতে তৎপর কেন? কেনই বা জিতেন্দ্র তেওয়ারি তৃনমল কংগ্রেসে এখন থাকতে চাইছেন। আমি যা বলেছি, তা একদম ঠিক। কোন মিথ্যে কথা বলিনি।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *