রাম জন্মভূমিতে Ram Mandir নির্মানে সারা দেশের সঙ্গে আসানসোলে নিধি (অর্থ) সংগ্রহ অভিযান শুরু হল
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : রাম
জন্মভূমিতে রাম মন্দির (Ram mandir) নির্মান স্বার্থে দেশজুড়ে যে নিধি (অর্থ) সংগ্রহ অভিযান শুরু হয়েছে আসানসোলে সেই কর্মসূচি শুরু
হল। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের পক্ষ থেকে আসানসোল মহাবীর স্থান বজরংবলী মন্দিরে প্রার্থনা জানিয়ে এই কর্মসূচি শুরু করা হয় যেখানে প্রায় লক্ষাধিক টাকা জমা পড়ে। আর এস এস এর বিভাগ প্রচারক পরিতোষ সাহার নেতৃত্বে এদিন কর্মসূচি শুরু হয়।
এদিন রাম মন্দির ট্রাস্ট এর জেলা মাতৃ শক্তি প্রধান শ্রীমতী সুদীপা গাঙ্গুলী বলেন, রাম মন্দির Ram Mandir সম্পর্কিত আন্দোলন শুরু হয়েছে বহু বছর ধরে। বহু হিন্দু এই রাম মন্দির তৈরীর স্বার্থে প্রাণ বিসর্জন দিয়েছেন। আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা সেই অংশীদারিত্ব গ্রহণ করেছি এবং নিজেদেরকে সমর্পণ করতে পেরেছি। আজ মকর সংক্রান্তির পুণ্যলগ্নে আমরা রামলালার মন্দির স্থাপনের স্বার্থে যে নিধি বা শুল্ক সংগ্রহের যে অঙ্গীকার আমরা করেছি তা আমরা আজ থেকে শুরু করলাম। আগামীকাল থেকে প্রতি ঘরে ঘরে গিয়ে আমরা সম্পর্ক স্থাপন করব এবং নিধি সংগ্রহের কাজে নিজেদেরকে নিয়োজিত করে রমলালার মন্দির স্থাপন প্রকল্পে অংশীদারিত্ব । আমরা সহযোগিতা সম্পূর্ণ পাব কারণ এই মন্দির যদিও হিন্দুদের কিন্তু জাতপাতের ঊর্ধ্বে থেকে মন্দির প্রকল্পে সবাই দান করবেন।”
ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে ওম প্রকাশ বাগারিয়া বলেন, খুবই আনন্দ হচ্ছে এই রাম মন্দির তৈরি হতে দেখে। দেশ-বিদেশ থেকে বহু হিন্দু এই রাম মন্দির প্রকল্পের স্বার্থে এগিয়ে এসে নিধি ( অর্থ) দান করবেন। হিন্দুদের সবচেয়ে বড় মন্দির হতে চলেছে। তাই সবকিছুর ঊর্ধ্বে নির্মান প্রকল্পে সবার এগিয়ে আসা উচিৎ।”
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর এস এস এর জেলা প্রচারক ড: পলাশ দলুই, জেলা সংঘ চালক ড: শ্রীকান্ত গাঙ্গুলী, সম্পর্ক বিভাগের থেকে ড: কল্যাণ ব্যানার্জী, বিশ্ব হিন্দু পরিষদের ওম নারায়ণ প্রসাদ প্রমুখ।
এছাড়া বিজেপির কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন যেমন রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জী,নর্থ বিধানসভার কো কনভেনর শম্পা রায়, তাপস দত্ত প্রমুখ ।