মুখ্যমন্ত্রী না বিজেপিতে চলে যান, রানিগঞ্জের সমাবেশ থেকে সূর্যকান্ত মিশ্রর কটাক্ষ
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৯ জানুয়ারিঃ উনি ( রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) MAMATA BANERJEE তৃণমূল কংগ্রেসের TMC হয়ে দাঁড়াবেন না বিজেপির BJP হয়ে দাঁড়াবেন সেটাই তো এখনও জানি না ৷ মঙ্গলবার আসানসোলের রানিগঞ্জে দলের এক সমাবেশে যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই ভাষাতেই রাজ্যের মুখ্যমন্ত্রীর আগামী বিধান সভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে দাঁড়ানো প্রসঙ্গে কটাক্ষ করলেন সিপিএমের CPM রাজ্য সম্পাদক ডাঃ সূর্যকান্ত মিশ্র SURYAKANT MISHRA ৷
এদিন সিপিএমের পক্ষ থেকে রবীন সেনের স্মরণে এক সমাবেশের আয়োজন করা হয়েছিলো আসানসোলের রানিগঞ্জের বল্লভপুরে। তিনি রবীন সেনের মূর্তিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জানান। এই সমাবেশে অন্যদের মধ্যে ছিলেন আসানসোলের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী বংশগোপাল চৌধুরী, সিপিএমের জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, রানিগঞ্জ ও জামুড়িয়ার দুই বিধায়ক রুনু দত্ত ও জাহানারা খান।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, উনি দু জায়গায় দাঁড়াবেন না দশ জায়গায় দাঁড়াবেন সেটাই তো পরিষ্কার নয়। বাংলায় বিজেপি তো এখন তৃণমূল কংগ্রেস হয়ে গেছে ৷ তৃণমূলই এখন বিজেপিতে সংখ্যাগরিষ্ঠ ৷ তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্যটা কোথায় ? পার্থক্য এটাই যে লোকগুলো এদিকে ছিলো। এখন ওদিকে চলে গেছে ৷ অপেক্ষা করুন, শেষমেশ মুখ্যমন্ত্রীই না চলে যান বিজেপিতে ৷
এদিনের সমাবেশ থেকে রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী বিভিন্ন ইস্যুতে একযোগে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারকে আক্রমণ করেন। একজন তো ৫৬ ইঞ্চির ছাতি নিয়ে যা দেখাচ্ছে। তা তো দেশের মানুষ দেখতেই পাচ্ছেন। গোটা দেশটাকেই বিক্রি করার পরিকল্পনা করে ফেলা হয়েছে।
হিম্মত থাকলে বলে যান আমি একটাও ছবি বিক্রি করিনি
এদিনের সমাবেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, তিনি হিম্মত থাকলে বলে যান আমি একটাও ছবি বিক্রি করিনি। টাকা নিইনি। উনি বলতে পারবেন না। বাপরে বাপ! উনি কত বড় শিল্পী? যার ছবি কোটি টাকা, লক্ষ টাকায় বিক্রি হয়েছে। পৃথিবীতে এত বড় শিল্পী আছে বলে আমার জানা নেই। সেই ছবি কিনে একজন তো আগে থেকেই জেলে আছেন। তার স্ত্রীও কদিন আগেই ধরা পড়লো।
তিনি এদিনের সমাবেশ থেকে দলীয় কর্মীদের বিধানসভা নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। বলেন, আমাদের মানুষ এখনো চান। বাম মনোভাবাপন্ন মানুষের কাছে আরো বেশি করে যেতে হবে।