মালগাড়ির বগি লাইনচ্য়ুত
বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি : বারাবনি এলাকাতে মালগাড়ির বগি লাইনচ্য়ুত হওয়া তে এলাকায় সমস্য়া তৈরি হয়ে হয়। বারাবনি রেলওয়ে গেটের পরে প্রায় 100 মিটার দূরে অন্ডাল থেকে আসছিল বারাবনির দিকে সেই সময় হঠাৎই মালগাড়ির বগি লাইনচ্যুত হয়ে লাইনে সাইডে নেমে যায় প্রায়ই এই ঘটনাটি ঘটে এগারোটার সময় তারপরে আইসিএমএল এর রেক চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রেলের আধিকারিক ও আইসিএমএল এর আধিকারিকরা আসেন।