বিজেপি যুব মোর্চা ইস্কো হাসপাতালে ফল বিতরণ করে নেতাজির জন্মবার্ষিকী পালন করল
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত এবং রাজা বন্দ্যোপাধ্যায় :
নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিজেপি যুব মোর্চার ( BJYM) পক্ষ থেকে সকাল ১০ টা নাগাদ বার্নপুর ইসকো হাসপাতালে দুস্থ, রোগীদেরএবং কর্মীদের মধ্য ফল বিতরণ করা হয়।
রাঢ়বঙ্গ জোনের বিজেপির মুখপাত্র এবং বিজেপি যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চ্যাটার্জী বলেন, ” নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীকে ইতিমধ্যেই “পরাক্রম দিবস” হিসেবে ঘোষণা করেছেন ভারতের সর্ববলিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র দামোদরদাস মোদী।কংগ্রেসের নেতাজি কে সবসময় অসম্মান করে গেছেন।
নেতাজি সুভাষ চন্দ্র বসু আমাদের কাছে ভগবান। বাংলা এবং সমগ্র ভারতবাসীকে নেতাজি একটি আবেগের নাম। ভগবানের পরে আমাদের কাছে নেতাজি, স্বামী বিবেকানন্দ এবং বাংলার মনীষীদের স্থান।এই দিনটিকে পালন করতে আমরা ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকে বার্নপুর হাসপাতালে প্রচুর মানুষ জন রোগী এবং হাসপাতাল স্টাফেদের মধ্যে ফল বিতরণ করলাম।
ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ এবং প্রথম প্রধানমন্ত্রী যদি কেউ হন তাহলে তার নাম নেতাজি। নেতাজির আদর্শকে সামনে রেখেই আমরা আগামী দিনে আমাদের কাজ চালিয়ে যাবো।”
ওই অনুষ্ঠানে প্রচুর সংখ্যায় বিজেপি যুব মোর্চার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।