Bengali NewsDURGAPUR

Durgapur : বিহার – কলকাতা আন্তঃরাজ্য বাস থেকে উদ্ধার সাড়ে ছশো টিয়া পাখি

বন দপ্তরের হাতে গ্রেফতার দুই পাচারকারী, ধৃত বাসের চালক ও সহচালক

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় দূর্গাপুর, ৩০ জানুয়ারিঃ আন্তঃরাজ্য বন্য প্রাণী চুরি চক্রের দুই পান্ডাকে গ্রেপ্তার করলো পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুর বন দফতর। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোর রাতে কাঁকসার বাঁশকোপা টোল প্লাজার সামনে এই চক্রের মূল দুই পান্ডাকে বন কর্মীরা গ্রেপ্তার করে। উদ্ধার হলো বিরল প্রজাতির প্রায় সাড়ে ছশো টিয়া পাখি।

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোর রাতে দক্ষিন পূর্ব চক্রের মুখ্য বনপাল কল্যাণ দাসের নেতৃত্বে বন দপ্তরের আধিকারিকরা বিহার থেকে কলকাতার দিকে যাওয়া বিহার – কলকাতা রুটের একটি লাক্সারি বাসকে ২ নং জাতীয় সড়কে বাঁশকোপা টোল প্লাজার কাছে আটকান। এরপর বাসের লাগেজ বাংকার থেকে তল্লাশি করে বিরল প্রজাতির টিয়া পাখিগুলিকে উদ্ধার করা হয়।

গ্রেফতার করা হয় মহম্মদ গুড্ডু ও পিন্টু নামে দুই জনকে গ্রেপ্তার করা হয়। তারা বিহারের বাসিন্দা বলে জানা গেছে। একইসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে বাসের চালক ও সহ চালককেও। কারণ তারা বন দপ্তরের আধিকারিকদের এই টিয়া পাখি গুলির ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেনি। আটক করা হয় বাসটিকে।

দক্ষিন পূর্ব চক্রের মুখ্য বনপাল কল্যাণ দাস জানিয়েছেন, শুধু আন্তঃরাজ্য নয় এই টিয়াপাখি গুলি বাংলাদেশেও চলে যেত এই অপরাধীদের হাত ধরে। যাতে কেউ বুঝতে না পারে তার জন্য টিয়া পাখিগুলির মুখে কাপড় বেঁধে পাচার করা হচ্ছিলো। এই দুই দুষ্কৃতিকে জেরা করে এই অপরাধ চক্রে আর কে কে আছে, তা জানার চেষ্টা করা হচ্ছে। তাদেরকেও ধরা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *