ASANSOLASANSOL-BURNPURBARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

কৃষক আন্দোলনের সমর্থনে একাধিক জায়গায় চাক্কা জ্যাম ও ট্রাক্টর রেলি

কৃষি আইন প্রত্যাহারের দাবি

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৬ ফেব্রুয়ারিঃ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ও দিল্লিতে চলা কৃষক আন্দোলনের সমর্থনে সিপিএম সহ বামপন্থী সবকটি সংগঠন গুলি শনিবার একজোট হয়ে আসানসোলের একাধিক জায়গায় চাক্কা জ্যাম কর্মসূচি পালন করে ।


অল ইন্ডিয়া কিষান সংঘর্ষ কমিটির আহ্বানে বার্নপুর গুরুদ্বোয়ারা প্রবন্ধক কমিটির পক্ষ থেকে এদিন আসানসোল শহরের ভগৎ সিং মোড়ে চাক্কা জ্যাম কর্মসূচী পালন করা হয়।উপস্থিত ছিলেন গুরুদ্বোয়ারা কমিটির সম্পাদক সুরিন্দার সিং,আমরা বঙ্গবাসীর সুদীপ চক্রবর্তী, আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশনের সুমন কল্যাণ মৌলিক, সমাজকর্মী শাহিদ পারভেজ প্রমুখরা।


মূলতঃ দাবি ছিলো অবিলম্বে ৩টি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। তাছাড়া যেসব প্রতিশ্রুতি দিয়ে এই বিজেপি সরকার গঠন করেছিলো, তার একটাও পূরণ করেনি কেন্দ্র সরকার। তা পূরণ করতে হবে।


কৃষি আইনের বিরোধিতা জামুড়িয়ার বিজয়নগর মোড় থেকে খাস কেন্দা মোড় পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ট্রাক্টর ৱ্যালি করা হয় । প্রায় ২০০ বেশি ট্রাক্টর ও বাইক এই রেলিতে অংশগ্রহণ করে । এই রেলির নেতৃত্বে ছিলেন আসানসোল পুরনিগমের প্রশাসক বোর্ডের মন্ডলীর সদস্য অভিজিৎ ঘটক।

সালানপুর ব্লকের রূপনারায়ানপুরে চিত্তরঞ্জন আসানসোল মেন রাস্তায় সারা ভারত কৃষক সংগঠনের সঙ্গে সিপিএমের সমস্ত সংগঠন চাক্কা জ্যাম কর্মসূচি পালন করে। তা প্রায় ৩০মিনিট চলে। শেষে রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশের হস্তক্ষেপে এই আন্দোলন তুলে নেওয়া হয়।


এই প্রসঙ্গে সালানপুর ব্লকের কৃষক নেতা গণেশ পন্ডিত বলেন, যারা আমাদের অন্ন দিচ্ছে তাদের হত্যা করছে এই কেন্দ্র সরকার৷ তাছাড়া প্রতি মুহূর্তে দেশের মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলেছে আসলে এই কেন্দ্র সরকার গরীব মানুষের নিয়ে ভাবে না। এই সরকার হচ্ছে আম্বানি ও আদানি জন্য। যে আইন তারা কৃষকদের জন্য নির্ধারিত করেছে তারই কারণে আজ কৃষকরা আন্দোলন করতে বাধ্য হয়েছে।

এই নরেন্দ্র মোদি সরকার গঠন করার আগে বলেছিলো প্রতি বছর ২ কোটি চাকরি হবে। কোথায় গেলো সেই প্রতিশ্রুতি। আজ পর্যন্ত তারা শুধুমাত্র গরীব মানুষদের শোষণ করেছে।তার উপর এই মূল্য বৃদ্ধি মানুষ এবার না খেতে পেয়ে মারা যাবে। আর তবে এই মোদি সরকার খুশি হবে।যতদিন না আমাদের দাবি পূরণ হচ্ছে আমাদের আন্দোলন চলতে থাকবে।

এদিন উপস্থিত ছিলেন সিটু নেতা প্রদীপ বন্দোপাধ্যায়, মেঘনাথ বন্দোপাধ্যায় ,অশোক বন্দোপাধ্যায়, , মহিলা সমিতি নেত্রী তাপসী চৌধুরী সহ আরো অনেকে।
অন্যদিকে, কৃষক আন্দোলনের সমর্থনে কুলটির নিয়ামতপুর মোড়ে বামফ্রন্ট ও কংগ্রেস যৌথ ভাবে চাক্কা জ্যাম ও জিটি রোড অবরোধ কর্মসূচি পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *