বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের মোটর বাইক ও ট্রাকটার মিছিল
কেন্দ্র সরকারের জন বিরোধী বাজেট ও কৃষি আইনের প্রতিবাদে
বেঙ্গল মিরর, বারাবনি:- বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার দিন পানুড়িয়া উপস্বাস্থ্য কেন্দ্র থেকে জুবলি মোড় পর্যন্ত কেন্দ্র সরকারের জন বিরোধী বাজেট ও কৃষি আইনের প্রতিবাদে এক বিশাল মোটর সাইকেল ও ট্রাকটার মিছিলের আয়োজন করা হয়।যে মিছিলের নেতৃত্বদেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় ও বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত সিংহ।
যেখানে মিছিলে যোগদান করেন হাজার হাজার মোটর সাইকেল নিয়ে মানুষজন ও শত শত ট্রাক টার নিয়ে কৃষকজন।
এই প্রসঙ্গে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বলেন যেভাবে কেন্দ্র সরকার দেশবাসীর মানুষ দের শোষণ করে চলেছে তার প্রমান এই জন বিরোধী বাজেট, যাঁরা আমাদের অন্ন দেয় তাদের কথা না ভাবে যে আইন তারা লাগু করেছে সেই বাজেট ও আইনের আমারা বিরোধিতা জানায়।এই মোদি সরকার শুধু মাত্র আম্বানি আদানিদের জন্য দেশের মানুষ তাদের এই নীতি বুঝতে পেরেছে তাই তার জবাব মানুষদিবে,তার প্রমান আজকের এই মহা মিছিল।
এই প্রসঙ্গে বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত সিংহ জানান জন বিরোধী বাজেট ও কৃষি আইনের প্রতিবাদে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে বিশাল মোটর সাইকেল মিছিল ও ট্রাকটার মিছিলের আয়োজন করা হয়।এই মোদি সরকার যেভাবে সাধারণ মানুষের ক্ষতি করে চলেছে তা এই বাজেটের মাধ্যমে মানুষ বুঝতে পারছে।প্রতি দিন যেভাবে দ্রব্য মূল্য বৃদ্ধি হচ্ছে আগামী দিনে মানুষ খাবে কি তার নিয়ে ভাবতে হবে।যারা আমাদের জন্য অন্ন যোগানদেয় তাদের দুঃখের কথা একবার ভাবছে না এই মোদি সরকার, সাম্প্রদায়িক রাজনীতি ছাড়া তারা আর কিছু করে না।