ASANSOLBengali NewsKULTI-BARAKAR

Breaking : কুলটি এলাকায় ভরসন্ধ্যায় গুলি, আহত এক

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১০ ফেব্রুয়ারিঃ আসানসোলের কুলটি থানার চিনাকুড়ি নুনিয়া বস্তিতে বুধবার ভর সন্ধ্যায় গুলি চালানোর ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে কুলটি থানার চিনাকুড়ি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মোটরসাইকেল করে আসা তিন দুষ্কৃতির চালানো গুলিতে আহত হয়েছে এক অটো চালক। তাকে সঙ্গে সঙ্গে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। জানা গেছে আহত অটোচালকের নাম সুশীল কুমার গৌর (৪০)। সে ঐ এলাকারই বাসিন্দা।


এই ঘটনা প্রসঙ্গে অন্যতম প্রত্যক্ষদর্শী কৃষ্ণা নুনিয়া আসানসোল জেলা হাসপাতালে সাংবাদিকদের বলেন, চিনাকুড়ি ৩ নং নুনিয়া বস্তি তিনজন একটা চায়ের দোকানে দাঁড়িয়ে ছিলাম। সেই সময় তিনজন যুবক বাইকে করে আসে। আচমকাই তারা বন্দুক বার করে আমাদের লক্ষ্য তিন রাউন্ড গুলি চালায়। একটা গুলি আমার গা ঘেঁসে গিয়ে সুশীলের পেটে লাগে। আরেকটা গুলি সুশীলের বাঁ হাতে লাগে। যে তাদের লক্ষ্য করে গুলি চালিয়ছে তার নাম শিখন্ডি পাসোয়ান বলে কৃষ্ণা নুনিয়া বলে পুলিশকে জানিয়েছে ।

শিখন্ডি পাসোয়ানের সঙ্গে তার দুই সঙ্গী ছিল মোটরবাইকে। গুলি করে তিনজনই এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানায় কৃষ্ণা নুনিয়া। খবর পেয়ে এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। আসেন আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি (পশ্চিম)।
পরে আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি (পশ্চিম) অভিষেক মুদি বলেন, চিনাকুড়িতে একটি গুলি চালানোর ঘটনায় এক জন আহত হয়েছে। তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ আছে। তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *