আসানসোলে পশ্চিম বর্ধমান প্রেস ক্লাবে প্রথমবার বাগদেবীর আরাধনা
বেঙ্গল মিরর ,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
করোনা পরিস্থিতির প্রকোপ অনেকটাই কমেছে।
সারা রাজ্যের সঙ্গে সঙ্গে
আসানসোলে সাংবাদিকরা পালন করলেন সরস্বতী পুজো রবীন্দ্র ভবন চত্বরে পশ্চিম বর্ধমান প্রেসক্লাবে প্রথম বর্ষের বাগদেবীর আরাধনা করা হল।
পুরোহিত হিসেবে ছিলেন ই টিভি ভারতের তারক চট্টোপাধ্যায়।
উপস্থিত ছিলেন সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত আসানসোল সমস্ত সাংবাদিকরা।আসানসোলে পশ্চিম বর্ধমান প্রেস ক্লাবে প্রথমবার বাগদেবীর আরাধনা কে কেন্দ্র করে সাংবাদিক মহলে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়।