বাড়ি থেকে উদ্ধার ডিওয়াইএফআইয়ের রাজ্য সভানেত্রীর ভাইয়ের গলায় দড়ি দেওয়া ঝুলন্ত দেহ
পুলিশের অনুমান পারিবারিক অশান্তির কারণে আত্মঘাতী
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৯ ফেব্রুয়ারিঃ বাড়ির ভেতরে ঘর থেকে উদ্ধার হলো ডিওয়াইএফআইয়ের রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের ভাইয়ের গলায় দড়ি দেওয়া ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোলের কুলটি থানার চলবলপুর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত যুবকের নাম অমিত মুখোপাধ্যায় (৩১)।
শুক্রবার সকালে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।
মৃত অমিতের বাবা সাগর মুখোপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলা সিপিএম ও কৃষকদের সভার রাজ্য কমিটির সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাড়ির লোকেরা ঘরের মধ্যে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় অমিত মুখোপাধ্যায়কে দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানায়, এমবিএ পাশ করে চাকরি করার পাশাপাশি, অমিত ডিওয়াইএফআই সদস্য হিসাবে রাজনীতিও করতো। বছর তিনেক আগে তার বিয়ে হয়। কিন্তু স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলাও চলছে।
কি কারণে অমিত মুখোপাধ্যায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে তা বাড়ির তরফে পুলিশকে পরিষ্কার করে বলা হয় নি।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, সম্ভবতঃ স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়া ও বিবাহ বিচ্ছেদের মামলা নিয়ে পারিবারিক অশান্তিতে ছিলো ঐ যুবক। সেই কারনেই মানসিক অবসাদে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে সে। এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে।