ASANSOLBengali News

আসানসোল কালচারাল ফ্রন্টের সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন

বেঙ্গল মিরর, আসানসোল : আসানসোলের, মহিশীলা কলোনি এলাকার বটতলা বাজার সংলগ্ন মাঠে আজ ‘আসানসোল কালচারাল ফ্রন্ট’ তাদের প্রথম সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে।
আসানসোল অঞ্চলের ছাত্র-যুবদের নিয়ে গড়ে ওঠা এই মঞ্চের তরফে কিছু গান ও একটি সামাজিক-রাজনৈতিক নাটক , ‘মেড ইন ইন্ডিয়া’ পরিবেশন করা হয়।


মঞ্চের তরফে প্রথমেই জানানো হয় যে তারা এই সময় দেশ ও রাজ্য জুড়ে ঘটে চলা শাসকের বর্বর ফ্যাসিস্ট মনোভাবের বিরুদ্ধে জনমানসে প্রভাব ফেলতে এই নাটকটির আয়োজন করা হয়েছে।
আজ এই কর্মসূচিকে কেন্দ্র করে মহিশীলা অঞ্চল এ মানুষের মধ্যে উৎসাহের আভাস দেখা যায়।

আসানসোলের আরো বিভিন্ন অংশ থেকে মানুষজন এই নাটকটি দেখার জন্য বটতলা বাজারের মাঠে জড়ো হন। এক দর্শকের বয়ানে, এরকম অভিনব প্রয়াস দেখে তারা মুগ্ধ এবং এই কঠিন পরিস্থিতিতে সংস্কৃতি কে হাতিয়ার করে ছাত্র-যুবদের অগ্রণী হওয়া উচিৎ। অনুষ্ঠানে আসানসোলের বিভিন্ন নাট্যব্যক্তিত্ব ও বিশিষ্ঠজনেরাও উপস্থিত ছিলেন।


আগামীদিনে আসানসোল শহর ও সংলগ্ন অঞ্চলে তারা আরো বেশ কিছু জায়গায় এই মঞ্চ এরকম কর্মসূচি নিতে চলেছে বলে জানানো হয়। প্রলয়, অনুভব, অনিন্দ্য, সায়ন, রজত, দীপ, ঈশান, প্রত্যুষ, নেত্রা, অঙ্কিতা, ঐন্দ্রিলা ও সৌভাগ্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *