গাড়ির ধাক্কায় মৃত্যু দুই মহিলার
আসানসোলের ডুবুরডিহি চেকপোস্টের ঘটনা
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৩ ফেব্রুয়ারিঃ গাড়ির ধাক্কায় মৃত্যু হলো দুই মহিলার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার রাতে আসানসোলের কুলটি থানার ডুবুরডিহি চেকপোস্টের কাছে ২ নং জাতীয় সড়কে। অঙ্গাত পরিচয় মৃত দুই মহিলার বয়স আনুমানিক ৫০ বছর। মঙ্গলবার সকালে আসানসোল জেলা হাসপাতালে দুই মহিলার মৃতদেহর ময়নাতদন্ত হয়।
জানা গেছে, অঙ্গাত পরিচয় ঐ দুই মহিলা সোমবার রাতে ডুবুরডিহি চেকপোস্টের কাছে ২ নং জাতীয় সড়ক পার করছিলেন। সেই সময় কোন গাড়ি তাদেরকে ধাক্কা মেরে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এলাকায় আসে। দুই মহিলাকে গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানায়, মৃত দুই মহিলার কোন পরিচয় পাওয়া যায় নি। খোঁজ নিয়ে জানা গেছে, আশপাশের কোন এলাকায় মৃত দুই মহিলা থাকেন না। তারা বাইরের কোন জায়গার হতে পারে। সম্ভবত তারা কাজের সূত্রে এই এলাকায় এসেছিলেন। এদিন রাতে তারা ডুবুরডিহি চেকপোস্টের কাছে রাস্তা পার করছিলেন। সেই সময় কোন গাড়ি তাদেরকে ধাক্কা মেরে পালিয়ে যায়। পুলিশ আরো বলেছে, বিভিন্ন থানায় যোগাযোগ করে মৃত দুই মহিলার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।