মাটি চুরি করছে ইট ভাটার মালিকেরা হচ্ছে পরিবেশ দূষণ
বেঙ্গল মিরর বারাবনি মনোজ শর্মা :- বারাবনি ব্লকের বারাবনি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধানোরা পুরনো কোলিয়ারি ECL জমি কে খনন করে ইট মাফিয়ারা ইসিএলের জমি থেকে অবৈধ রূপে খনন করে মাটি তুলে নিয়ে পালাচ্ছে এত বেশি পরিমাণে খনন করে দিচ্ছে আশেপাশে বাচ্চারা খেলার কোন জায়গা নাই
খননের ঠিক 200 মিটার দূরেই আইসিডিএস সেন্টার আদিবাসী পাড়া এখান থেকে বেরিয়ে যাচ্ছে ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করার জন্য তাদের একটাই বক্তব্য যে আমরা এখানে দীর্ঘদিন খেলা করতাম কিন্তু মাটি কেটে নিয়ে যাবার পরে আমরা আর খেলতে পারছি না এ ব্যাপারে ভানোরা গির মিট কোলিয়ারির এজেন্ট অনিল কুমার সিনহা ফোনে কথা বলা হয়েছিল উনি পরিষ্কার বললেন যে আজকে সার্ভে টিম শ্রীপুর এরিয়া থেকে এসে এখানে সার্ভে করে আমাদেরকে রিপোর্ট অলরেডি দিয়েছে যে এই জায়গাটি হচ্ছে ECL এর পরে উনি জানান যে আমরা লোকাল থানায় অর্থাৎ বারাবনি থানা আমরা একটি লিখিত ডায়েরি করে দিয়েছে
স্থানীয় উপপ্রধান বারাবনি গ্রাম পঞ্চায়েতের জিতেন্দ্র কুমার উনার সঙ্গেও কথা বলার পরে উনি পরিষ্কার বলে দিলেন যে জায়গাটা মালিকানা হচ্ছে ECL আমরা এই ব্যাপারে পঞ্চায়েত কোন কথা বলবে না কারণ আমরা বহুতবার মাটির উপরে নিচে ধাক্কা করেছি মানে না তারা কেটে নিয়ে পালিয়ে যাচ্ছে এবং পুরো জমিটা কে এত পরিমাণে ডিপ করে দেয় যে কোন সময় ভয়াবহ ঘটনা ঘটতে পারে।