Bengali NewsBusinessWest Bengal

Industrial Motivational Camp অনুষ্ঠিত হলো মেদিনীপুরে

বেঙ্গল মিরর, শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- আনলক পর্বে সারা দেশে কর্মসংস্থান বৃদ্ধি ও Make in India কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি MSME Sectorএর উপর গুরুত্ব আরোপ করেছেন।নতুন উদ্যোগপতিদের MSME শিল্প স্থাপনে আগ্রহী করার জন্য ভারত সরকারের MSME Development Institute এর উদ্যোগে মেদিনীপুরে আজ সম্ভাব্য ও বর্তমান উদ্যোগপতিদের শিল্প স্থাপনে উদ্বুদ্ধ করা এবং প্রতিষ্ঠান কে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে

Industrial Motivational Camp  অনুষ্ঠিত হয়েছে।  বেকারত্ব দূরীকরণ করা এবং সম্ভাব্য উদ্যোগপতি তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ভারত সরকারের MSME Development Institute এর সহকারী নিদর্শক নির্মল চৌধুরী বক্তব্য রাখেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *