BJP CANDIDATE LIST : বাবুল সুপ্রিয় সহ ৪ সাংসদ লড়বেন বিধানসভা নির্বাচন
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : বিজেপি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রার্থীদের দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে। এতে ৬৩ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল, এতে বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী এবং বাবুল সুপ্রিওর নাম রয়েছে। এ ছাড়া নিশীথ প্রামানিক ও স্বপন দাশ গুপ্তকেও টিকিট দেওয়া হয়েছে। স্বপন দাশ গুপ্ত রাজ্যসভার সাংসদ।
টিএমসি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়কে ডোমজুর আসন থেকে টিকিট দেওয়া হয়েছে। এর সাথে আলিপুরদুয়ার অশোক লাহিড়ী, চণ্ডিতলা থেকে যশ দাসগুপ্ত, বেহালা পূর্বে পায়েল সরকার, কসবা থেকে ডাঃ ইন্দ্রনিল খান, হাওড়া শ্যামপুরের অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী, চুচুরা থেকে লকেট চ্যাটার্জী, সোনারপুর দক্ষিণের অঞ্জনা বসু এবং হাওড়া দক্ষিণ রন্টিদেব সেন গুপ্ত প্রমুখ।



মেখলিগঞ্জ: দধিরাম রায়
শিরদর্দ: সুশীল বর্মণ
কোচবিহার উত্তর: সুকুমার রায়
শীতলকুচি: বরণ চন্দ্র বর্মণ
সীতাই: দীপক রায়
তুফানগঞ্জ: মালতী রাওয়া রায়
কুমারগ্রাম: মনোজ ওরাও
কালচিনি : দানবীয় লামা
আলিপুরদুয়ার: অশোক লাহিড়ী
মাদারিহাট: মনোজ তিগ্গা
ভাঙ্গর: সৌমি হাতি
যাদবপুর: রিঙ্কু নস্কর
মহেশতলা: উমেশ দাস
বজবজ: ড: তরুণ আদক
হাওড়া উত্তর: উমেশ রায়
হাওড়া সেন্ট্রাল: সঞ্জয় সিং
মেটিয়াব্রুজ: রামজি প্রসাদ
শঙ্করিল: প্রভাকর পণ্ডিত
পাঁচলা: মোহিত আধার
উলুবেড়িয়া পূর্ব: প্রত্যুষ মন্ডল
উত্তরপাড়া: প্রবীর ঘোষাল
শ্রীরামপুর: কবির শঙ্কর বসু
চম্পদানি: দিলীপ সিং
বলাগড়: সুভাষচন্দ্র হালদার
পান্ডুয়া: পার্থ শর্মা
সোনারপুর দক্ষিণ: অঞ্জনা বসু
হাওড়া দক্ষিণ: রন্তিদেব সেনগুপ্ত
আলিপুরদুয়ার: অশোক লাহিড়ী (অর্থনীতিবিদ)
ডোমজুর: রাজীব বন্দ্যোপাধ্যায়
সিঙ্গুর: রবীন্দ্রনাথ ভট্টাচার্য
তারকেশ্বর: স্বপন দাশগুপ্ত
দিনহাটা: নিশিথ প্রামাণিক
টালিগঞ্জ: বাবুল সুপ্রিয়
চণ্ডীতলা: যশ দাশগুপ্ত
বেহালা পূর্ব: পায়েল সরকার
কসবা: ইন্দ্রনিল খান (ডাক্তার)
শ্যামপুর: তনুশ্রী চক্রবর্তী
চুঁচুড়া: লকেট চ্যাটার্জী
আলিপুরদুয়ার: অশোক লাহিড়ী
রাজীব বন্দ্যোপাধ্যায়: ডোমজুর