বার্ণপুরে প্রচারে তৃনমুলের তারকা প্রার্থী সায়নী ঘোষ
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৫ মার্চঃ চোখের সামনে মমতা বন্দোপাধ্যায় তো আছেন। তিনি তো মাটির মানুষ। তিনি যদি এই রকম থাকতে পারেন, আমরা কেন পারবোনা । আমি তো মানুষের সঙ্গেই মিশে থাকি। আগে একটা অন্য পেশায় ছিলাম। এখন একটা অন্য ক্ষেত্রে। এটা তো ভেতর থেকেই আসে।
রবিবাসরীয় প্রচারে বার্ণপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন আসানসোল দক্ষিণ বিধান সভার তৃনমুল কংগ্রেসের তারকা প্রার্থী সায়নী ঘোষ। তিনি আরো বলেন, দলনেত্রী তো গ্রাস রুটের। তৃনমুল স্তরে মিশে থাকেন। আমরা যদি আকাশে থাকি, সেটা কি ভালো দেখায়। রবিবারের প্রচার প্রসঙ্গে তিনি বলেন, দারুণ লাগছে।
আগে ছোটবেলায় রবিবারটা অন্য রকম ছিলো। এখন অন্য রকম রবিবার। দারুণ লাগছে। মানুষ যদি সুযোগ দেয়, তাহলে শুধু রবিবার কেন, সোম থেকে রবিবার সব দিনই মানুষ আমায় দেখতে পাবেন।
এদিন সায়নী ঘোষ আসানসোল পুরনিগমের ৭৯ নং ওয়ার্ডের সুভাষপল্লি, রহমত নগর, শান্তিনগর, নেতাজি ও বিবেকানন্দ রোডে পায়ে হেঁটে প্রচার করেন। সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলেন। পাশাপাশি তিনি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের সঙ্গে বৈঠকও করেন।