ASANSOLBengali NewsPoliticsPOLL 2021

মলয় ঘটকের সমর্থনে প্রচার 13 নম্বর ওয়ার্ডে

বেঙ্গল মিরর, আসানসোল: আজ আসানসোল উত্তর 13 নম্বর ওয়ার্ডের কাঁখোয়া গ্রামে স্কুল পাড়া এবং সায়েরপাড়া এলাকায় মলয় ঘটকের সমর্থনে প্রচার করেন অভিজিৎ ঘটক ।এর আগে কাখোয়া গ্রামের দুটো ক্লাব শান্তি সংঘ ও জাতিয় সংঘ ক্লাব রেজিষ্ট্রেশন করে দেন এবং তারসাথে গ্রামের পানীয়জলের দীর্ঘ সমস্যার সমাধান করেন আসানসোল উত্তরের প্রার্থী মলয় ঘটক । গ্রামের বাসিন্দা সত্যেন বাউরী বলেন , কোভিড19এর মত অতিমারী চলাকালীন মলয় দা যেভাবে বাউরী সমাজ সহ এলাকার গরীব মানুষদের পাশে দাঁড়িয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয় এবং আগামী বিধানসভা ভোটে সকলকে মলয়বাবুর পাশে থাকার আহ্বান জানান ।এইদিন উপস্থিত ছিলেন , মিথুন বাউরী , সাজু বাউরী,তপন বাউরী , এবং হাসু রুইদাস প্রমূখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *