বিজেপি নেতা রাজু ঝা গ্রেপ্তার



বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : বিজেপি নেতা রাজু ঝা গ্রেপ্তার হলেন যিনি আদতে কয়লা ব্যবসায়ী ছিলেন। দুর্গাপুরের বাসিন্দা রাজেশ ঝা ওরফে রাজু ঝা সোমবার বাঁকুড়া আদালতে আত্মসমর্পণ করেন। যেখানে আদালত তার জামিন আবেদন খারিজ করে দিয়ে তাকে ১৪ দিনের জেল হেফাজত মঞ্জুর করে জন্য বাঁকুড়া সংশোধনাগারে পাঠানো হয়।
২০০৫ সালে, রাজু ঝার বিরুদ্ধে বাঁকুড়ার মেজিয়া থানা একটি কয়লা চুরির একটি মামলা দায়ের করা হয়েছিল। সেক্ষেত্রে রাজু ঝা নামে অন্য কোনো ব্যক্তি আদালতে হাজিরা দেন। এই জাল হাজিরা আদালত ধরে ফেলে এবং এর পরেই আদালত রাজু ঝা’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
বামফ্রন্টের শাসনকালে তার বিরুদ্ধে শিলপাঞ্চলে অবৈধ কয়লাব্যবসা পরিচালনা করার অভিযোগ ওঠে। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে বিভিন্ন মামলাও দায়ের করা হয়।
গত বছর ২১ শে ডিসেম্বর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দেন।
এর পরেই বিজেপিতে তার সক্রিয়তা বেড়ে যায়। এমনকি বিধানসভা নির্বাচনে তার টিকিট পাওয়ার সম্ভাবনা নিয়েও জনমানসে জোর চর্চা ছিল।
