ASANSOLBengali News

ভোটের কাজে বাস মিনিবাস নেওয়া নিয়ে জেলা প্রশাসনের যথেচ্ছাচারের অভিযোগ

প্রতিবাদে আসানসোলে বন্ধ করে দেওয়া হলো বাস মিনিবাস

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৮ মার্চঃ বাস মিনিবাস থেকে যাত্রী নামিয়ে ভোটের নামে জোর করে তা নেওয়ার অভিযোগ উঠলো পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের বিরুদ্ধে। এই অভিযোগে ও বকেয়া টাকা বাস মালিকদের অবিলম্বে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার বিকেল চারটে থেকে আচমকা আসানসোল মহকুমা জুড়ে বাস ও মিনিবাস বন্ধ করে দেওয়া হলো। এর ফলে গোটা মহকুমা জুড়ে সাধারণ মানুষেরা চরম দূর্ভোগে পড়েন।


যদিও এই অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি বলেন, ভোটের কাজে বাস মিনিবাস নেওয়ার জন্য পরিবহন দপ্তরে কাগজপত্র রেজিস্ট্রেশন করতে হয়। সেই কাজটাই জেলা পরিবহন দপ্তরের কর্মীরা করছিলেন। কোন বাসের যাত্রীদের নামানোর তো কথা নয়। তবু পুরো বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছি। বাস মালিক সংগঠনগুলিকে ডেকে পাঠিয়েছি কথা বলার জন্য


অন্যদিকে, আসানসোল মিনিবাস মালিক সংগঠনের সাধারণ সম্পাদক সুদীপ রায় বলেন, গত কয়েকটি বিধানসভা, লোকসভা,পঞ্চায়েত ভোট ও সরকারি সভা মিলিয়ে মোট নবার আমরা মিনিবাস ও বাস সরকারের অনুমোদন সাপেক্ষে দিয়েছিলাম। কিন্তু এখনো পর্যন্ত শুধু আসানসোল মহাকুমাতেই বাস ও মিনিবাস মিলিয়ে আমাদের ৪৪ লক্ষ টাকা পাওনা আছে। তাছাড়া গত লোকসভা নির্বাচনের সময় আমাদের পাওনার ২৫% কেটে নেওয়া হয়েছে ।আমরা এইনিয়ে গত ১৫ মার্চ জেলাশাসকের সাথে বৈঠক করেছিলাম। সেখানে আমরা জানিয়েছিলাম, অবিলম্বে আমাদেরকে বকেয়া টাকা না দিলে বাস চালানো কঠিন হবে। তাছাড়া জেলা প্রশাসন বকেয়া
টাকা না দিলে আমরা ভোটে বাস দিতে পারবো না ।

কিন্তু বৃহস্পতিবার দুপুরে আমরা খবর পাই আসানসোলের বিএনআর মোড় ও বার্ণপুরের চিত্রার কাছে সব মিলিয়ে প্রায় প্রায় একশটির মতো বাস ও মিনিবাস আরটিও দপ্তরের আধিকারিকরা ধরেছেন। কয়েকটি বাস থেকে জোর করে যাত্রীদের নামিয়েও দেওয়া হয়। প্রথমে তারা বলেছিলেন কাগজ পরীক্ষা করা হচ্ছে। তারপরে তারা আবার বলেন ভোটের জন্য গাড়িগুলির রিকুইজিশন করা হচ্ছে। তিনি আরো বলেন, বাস ও এবং মিনিবাস মালিকরা ঠিক করেছেন বকেয়া পাওনা না দিলে কোন অবস্থাতেই আমরা ভোটের সময় বাস দেবো না। সরকার যদি জোর করে বাস বা মিনিবাস নেয় সেক্ষেত্রে তারা চালক ও কর্মী দেবেন। আমরা তা দিতে পারবো না। এরই প্রতিবাদে এ দিন বিকেল চারটে থেকে আমরা মহকুমা জুড়ে বাস ও মিনিবাস চালানো বন্ধ রেখেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *