আসানসোল বাজারে তৃণমূলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
বৃহস্পতিবার আসানসোল কর্পোরেশনের অন্তর্গত ৪৪ নং ওয়ার্ডের নয়া ধর্মশালার কাছেই তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ে অফিস উদ্বোধন করেন আসানসোল উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী মলয় ঘটক এবং প্রাক্তন কাউন্সিলর উমা শ্রফ। এই উপলক্ষে মলয় ঘটক বলেন যে, বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তবে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এবং বার্নপুর
ইসকো বিক্রি হয়ে যাবে।
ভারতের মানুষ বিজেপি থেকে পরিত্রাণ পেতে চাইছে । বিজেপি সরকার জনসাধারণের কথা মোটেও ভাবেন না; তারা কেবল ব্যবসায়ীদের কথা ভাবেন। আজ দেশের সব কিছু বিক্রি হয়ে যাচ্ছে।পেটোলের দাম দেখুন এবং মুদ্রাস্ফীতি কোথায় পৌঁছেছে তা দেখা উচিত। এ ব্যাপারে মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে।
উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী মলয় ঘটক বুথ কর্মীদের ঘরে ঘরে গিয়ে জনগণের সাথে দেখা করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ সম্পর্কে এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে কী ঘটছে তা মানুষকে জানাতে বলেন।
এই উপলক্ষে প্রাক্তন কাউন্সিলর উমা শ্রফ বলেন, মলয় ঘটক ওয়ার্ডের জন্য অনেক কিছুই করেছেন, তাই তাকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করতে হবে এবং এই ওয়ার্ড থেকে কমপক্ষে ২০ হাজারের ব্যবধানে লিড দিতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানত ভানু বোস, দীনেশ সিংহ , বিমল জালান , মুকেশ ঝা, জিতু সিং, রাকেশ কেডিয়া ,মুকেশ শর্মা, রিপ্পি ভার্মা, রিঙ্কু সাউ, মধুমিতা দাস, নানকি এবং শতাধিক তৃণমূল সমর্থক উপস্থিত ছিলেন।