ASANSOLBengali NewsPANDESWAR-ANDAL

বোমা- গুলির সঙ্গে নয়, রাজনৈতিক আদর্শের ভিত্তিতে লড়াই হওয়া উচিত: জিতেন্দ্র তিওয়ারি

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের ৬ টি পঞ্চায়েত অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেস সমর্থিত অঙ্গনওয়াড়ি কর্মীরা শিউলি বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপিতে যোগ দেন। বিজেপি প্রার্থী এবং পাণ্ডবেশ্বর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি আসনসোলে নিঘা বাইপাসের ধারে একটি হোটেলে পতাকা হাতে ধরে বিজেপিতে যোগদান কর্মসূচি হয়।

জিতেন্দ্র তিওয়ারি বলেন, পাণ্ডবেশ্বর হিংসা ছড়িয়ে অশান্তির বাতাবরণ তৈরী কর হচ্ছে। আর এরই প্রতিবাদস্বরূপ বিভিন্ন স্তরের মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন। এই পর্বে, কয়েক শতাধিক অঙ্গনওয়াড়ি কর্মী টিএমসি ছেড়ে বিজেপিতে যোগ দিলেন।

তিনি বলেন যে, আমরা রাজনৈতিক মতাদর্শের লড়াইয়ের জন্য পাণ্ডবেশ্বরে এসেছি। বোমা গুলির সঙ্গে লড়তে চাই না। নরেন্দ্রনাথ চক্রবর্তীকে অনুরোধ করেন যে, তাঁরা বোমা – গুলি নিয়ে লড়াই করতে পারবেন না, বোমা – গুলি চালাতেও পারবেন না। এজন্য তিনি বলেন তিনি হার মেনে নিয়েছেন। তাকে সবসময় আমার সঙ্গে রাজনৈতিক প্রতিযোগিতা করা উচিত। কারণ যে কেউ বোমা মারবে বা গুলি চালাবে তারা এই লোকেরা পাণ্ডবেশ্বরের মানুষই হবে। তাই প্রাণহানি কোনোমতেই তিনি চান না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *