ASANSOL

পান্ডবেশ্বরে আবার তৃনমুল কংগ্রেসে ভাঙ্গন, দল ছেড়ে বিজেপিতে মহিলা পঞ্চায়েত প্রধান ও এক সদস্য

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, ৬ এপ্রিলঃ বিধান সভা নির্বাচনের মুখে পান্ডবেশ্বরে শাসক দল তৃনমুল কংগ্রেসে ভাঙ্গন। এবার দলবদলে বিজেপিতে যোগদান করলেন পান্ডবেশ্বরের নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা বাগদি। তারসঙ্গে বিজেপিতে গেলেন পঞ্চায়েত সদস্যা নিবেদিতা রাজবংশী।

মঙ্গলবার বিকালে আসানসোলের জামুড়িয়ার নিংঘার ২ নং জাতীয় সড়ক লাগোয়া একটি হোটেলে এই যোগদান পর্বের অনুষ্ঠান হয়। সেখানে সবিতাদেবী ও নিবেদিতাদেবীর হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন পান্ডবেশ্বরের বিজেপির প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি ও বিজেপি নেতা রাজীব তেওয়ারি। এছাড়াও ছিলেন বিজেপির মন্ডল সভাপতি তন্ময় ঘোষ ও বুম্বা মুখোপাধ্যায়।


পরে এক সাংবাদিক সম্মেলনে জিতেন্দ্র তেওয়ারি বলেন, দুবারে ১০ বছর ধরে সবিতা বাগদি নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান। তার প্রথম ৫ বছরের কাজের নিরিখে রাজ্য সরকার তাকে অন্যতম সেরা প্রধান নির্বাচিত করছিলো। সেই প্রধান এদিন তৃনমুল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। তার সঙ্গে সদস্যা নিবেদিতা রাজবংশী দলবদল করেছেন। দুই নেত্রী দলবদল করায় নবগ্রাম এলাকায় বিজেপির বিধান সভা নির্বাচনে লাভ হবে। দলবদল করা সবিতা বাগদি বলেন, দাদা জিতেন্দ্র তেওয়ারিকে দেখে তৃনমুল কংগ্রেসে রাজনীতি করেছি। তার হাত ধরে উন্নয়ন করা শুরু করেছি। দাদা দলবদল করায় আমি দলবদল করে তৃনমুল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলাম ও বাংলার উন্নয়নে সামিল হলাম।


এই দলবদলকে অবশ্য তৃণমূল কংগ্রেস পান্ডবেশ্বর ব্লক নেতৃত্ব গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, এই দলবদল নির্বাচনে কোন প্রভাব পড়বে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *