সেল-আইএসপি করোনা বিস্ফোরণে কেঁপে উঠল, রেকর্ড সংখ্যক কর্মী সংক্রমিত
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : সেল-আইএসপি করোনার বিস্ফোরণে কেঁপে উঠল। বার্নপুরে সেল- আইএসপিতে করোনা বিস্ফোরন। আর এর পর থেকে পুরো প্ল্যান্ট থেকে শুরু করে ম্যানেজমেন্টের অন্দরে আলোড়ন সৃষ্টি হয়েছে। একইসঙ্গে ৫৬ জন কর্মচারী বা আধিকারিক ও ওনাদের আত্মীয় কে করোনা পজিটিভ পাওয়া গেছে।



Read Also জেলায় আবার করোনায় মৃত্যু
আধিকারিক সূত্রে প্রাপ্ত তথ্য অনুসারে, ৬ এপ্রিল পর্যন্ত সেল আইএসপির বার্নপুর হাসপাতালে ২১৪ জন আইএসপি কর্মী ও অফিসারের করোনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ১১২ টি রিপোর্ট নেগেটিভ এসেছে। একইসঙ্গে ৪০ জনের বেশি কর্মচারী ও আধিকারিকের রিপোর্ট পজিটিভ এসেছে। বাকি কর্মীদের করোনা পরীক্ষার রিপোর্ট সন্ধ্যায় আসার সম্ভাবনা রয়েছে।