পান্ডবেশ্বরে আক্রমনাত্মক অমিত শাহ, এমনভাবে পদ্ম ফুলে বোতাম টিপুন, যাতে কলকাতায় দিদির কারেন্ট লাগে
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৯ এপ্রিলঃ এমন ভাবে রাগ দেখিয়ে কমল ( পদ্ম) ফুলে পান্ডবেশ্বরে আপনারা বোতাম টিপুন, যাতে কলকাতায় দিদির কারেন্ট লাগে। পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বরের মান্দারবনিতে পান্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারির সমর্থনে সোমবার একটি সভা থেকে এমনভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃনমুল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এদিনের সভায় বক্তব্য রাখার একবারে শুরু থেকেই যথেষ্ট আক্রমনাত্মক ছিলেন নরেন্দ্র মোদির সেনাপতি।
বাংলার ভোটে জয়কে পাখির চোখ করা অমিত শাহ আরো বলেন, গরীব মানুষদের কয়লা চুরি করে নিয়ে চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়য়ের গুন্ডারা। নরেন্দ্র মোদির সরকার সেই চোরদের ধরে কয়লা চুরি বন্ধ করার উদ্যোগ নিয়ে ঠিক করেছে তো? আপনারা বলুন ঠিক করেছে? না করেনি? মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডারা বুলবুল ও আমফানের টাকা খেয়েছে। করোনার সময় মোদি সরকারের পাঠানো গরীবদের চালও খেয়ে নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডারা ভাবছে তাদের কিছু হবেনা। কেউ তাদের কিছু করতে পারবেনা। কিন্তু এমন ভাবা একবারে ঠিক নয়। ২ মের পরে বিজেপি এই রাজ্যে সরকার গঠন করার পরে এইসব গুন্ডাদের জেলের পেছনে পাঠানো হবে।
তিনি আরো বলেন, এক মিশ্রকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারের পরে দিদির ভাইপো ময়দানে নেম পড়েন। এমন ভাবে বলতে শুরু করেন যেন, বিজেপি তৃণমূল কংগ্রেসের মহাসচিবকে ধরে নিয়েছে।
প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি ছাড়াও সভায় ছিলেন মধ্য প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্র, সর্বভারতীয় সম্পাদক অরবিন্দ মেনন ও শিবরাম বর্মন। তবে এদিনের সভায় ভিড় তেমনভাবে হয়নি। অমিত শাহ বক্তব্য রাখা শুরু করতেই অনেকেই উঠে চলে যেতে শুরু করেন।