ASANSOLBengali NewsLatestPOLL 2021West Bengal

নির্বাচন কমিশনের কোপ, ভোটের ৭ দিন আগে বদলি পুলিশ কমিশনার

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়/ সৌরদীপ্ত আসানসোল, ১৯ এপ্রিলঃ মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে নির্বাচন কমিশনের কোপে পড়েছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি। এবার জেলাী ভোটের ঠিক ৭ দিন আগে একইভাবে নির্বাচন কমিশনের কোপে পড়লেন আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন।

সোমবার বিকেলে নির্বাচন কমিশন যে চার পুলিশ কর্তাকে অপসারণ করেছে, তার অন্যতম হলেন আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার। আসানসোল দূর্গাপুরের নতুন পুলিশ কমিশনার হচ্ছেন মিতেশ জৈন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন পুরনোদের সরিয়ে নতুনদের নাম সহ নির্দেশিকাও জারি করেছে।

মঙ্গলবার সকাল দশটার মধ্যে মীতেশ জৈনকে দায়িত্বভার বুঝে নিতে বলা হয়েছে। ২০০৪ সালের আইপিএস হলেন এই মিতেশ জৈন। প্রসঙ্গতঃ, ২০২০ সালের ১ জানুয়ারি সুকেশ কুমার জৈন আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব নিয়েছিলেন। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে অপসারিত হওয়া আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার নির্বাচন সংক্রান্ত কোন কাজে বহাল করা যাবেনা।


উল্লেখ্য, গত ৭ এপ্রিল জেলার ৯ টি বিধান সভার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন সন্ধ্যায় নির্বাচন কমিশন বদলি করে দেয় জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজিকে। নতুন জেলাশাসক হিসাবে দায়িত্ব দেওয়া হয় অনুরাগ শ্রীবাস্তবকে।
কমিশন সূত্রে জানা গেছে, পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের বেশকিছু থানার আইসি ও ওসির কাজকর্ম নিয়ে অসন্তোষ রয়েছে। তাদের নামে বিরোধী দলের তরফে পক্ষপাতিত্ব করার অভিযোগ নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছে৷ কমিশন সেইসব কিছু খতিয়ে দেখছে।


আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার ছাড়া এদিন নিরাপদ কমিশন আরো তিনজনকে বদলি করেছে। তারা হলেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম জেলার পুলিশ সুপার মীরাজ খালিদ ও বোলপুরের এসডিপিও অভিষেক রায়কে। পূর্ব বর্ধমানের নতুন পুলিশ সুপার হলেন অজিত কুমার সিং, বীরভূমের পুলিশ সুপার হলেন নগেন্দ্রনাথ ত্রিপাটি ও বোলপুরের নতুন এসডিপিও হলেন নাগারাজ দেবরাকাকোন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *