করোনা পরিস্থিতি মোকাবিলায় পাণ্ডবেশ্বরে হেল্পলাইন চালুর ঘোষণা জিতেন্দ্র তিওয়ারির
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে বিধানসভা ভোটের ফলাফলের আগেই পাণ্ডবেশ্বর মানুষের সুরক্ষা নিশ্চিত করতে পাণ্ডবেশ্বর বিজেপির প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি তিনটি হেল্পলাইন নম্বর চালু করলেন।
হেল্পলাইন নম্বর গুলি হল,
7865902094, 7865947545, 7029188605 ।
বুধবার বিকেলে আসানসোলের কাছেই নীঘা জাতীয় সড়ক এন এইচ ২ সংলগ্ন একটি হোটেলে সাংবাদিক বৈঠকে পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি দলের অন্যান্য নেতৃত্ব কে সঙ্গে করে ওই হেল্পলাইন চালু করার কথা ঘোষণা করেন।
এ বিষয়ে জিতেন্দ্র তিওয়ারি বলেন, “জাতি, ধর্ম, দল নির্বিশেষে সমস্ত মানুষের জন্য এই পরিষেবা চালু করা হল। পাণ্ডবেশ্বর বিধানসভার যে কোন মানুষ তা তিনি যে দলই করুন না কেন, যে দলকেই ভোট দেন না কেন তিনি যদি মাস্ক কিনতে না পারেন এবং এই হেল্পলাইনে ফোন করে তার সমস্যার কথা বলেন তাহলে আগামী ৩০ এপ্রিল থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই তার বাড়িতে N-95 মাস্ক দলের তরফ থেকে পৌঁছে দেওয়া হবে।”
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির পাণ্ডবেশ্বর বিধানসভার কনভেনার সুজন সূত্রধর, কো- কনভেনর গোঁসাই বাউরী, সিনিয়র নেতা ঘনশ্যাম রাম, মন্ডল সভাপতি সঞ্জীব বাউরি,গোপীনাথ বাগদি,তন্ময় ঘোষ প্রমুখ।