ASANSOLBengali News

করোনার বিরুদ্ধে লড়াই করে হার মেনে মারা গেলেন জেলা হাসপাতালের চিকিৎসক

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল _: করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসক ডাঃ অলোক মূখার্জী . জেলা হাসপাতালে আই সি ইউর তত্ত্বাবধানে ছিলেন ডাঃ অলোক মূখার্জী,, তাঁর স্ত্রী ডাঃ কল্পনা মূখার্জীও আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসক। কিছুদিন আগে তাঁর করোনা পজেটিভ ধরা পড়ার পর প্রথমে তিনি জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরে তাঁর স্বাস্থের অবনতি হবার পর দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি করান হয়।

Dr Aloke Mukherjee File Photo

 গত বৃহস্পতিবার থেকে তাঁর স্বাস্থের আরো অবনতি হয় অবশেষে শুক্রবার রাত আড়াইটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতুর সময় তার ৬২ বছর বয়স হয়েছিল বলে জানা গেছে, তাঁর এক ছেলে এবং এক মেয়ে আছে। ডাঃ অলোক মূখার্জীর স্ত্রী ডাঃ কল্পনা মূখার্জীও করোনা আক্রান্ত হয়েছিলেন পরে তিনি সুস্থ হয়ে গেলেও ডাঃ অলোক মূখার্জী করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারলেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *