Breaking : পৌর কর্পোরেশন গুলির দায়িত্ব আবার পুরানো প্রশাসকদের হাতে, কাল থেকে প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় নিজের দপ্তরে বসবেন
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : : রাজ্যে পৌর কর্পোরেশন গুলির দায়িত্ব আবার পুরানো প্রশাসকদের হাতে। আবার পুরানো প্রশাসকগণ এবং পৌরসভায় নির্বাচন কমিশন কর্তৃক নিযুক্ত প্রশাসনিক আধিকারিকদের পরিবর্তে বোর্ড সদস্যদের এবং পুরনো প্রশাসকদের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
রাজ্যে কর্পোরেশন গুলিতে পুরনো প্রশাসকদের নিয়োগের নির্দেশ রাজ্য সরকার ইতিমধ্যে জারি করে দিয়েছে।
উল্লেখ্য়, বিজেপির অভিযোগের পরে কমিশন সমস্ত কর্পোরেশনে রাজনৈতিক দলের প্রতিনিধিদের অপসারণ এবং প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক হিসাবে নিয়োগের নির্দেশ দিয়েছিল যা বৈধ ছিল কেবল ২ রা মে পর্যন্ত।
ভোট গণনার পরে আজই রাজ্য সরকার কমিশনের নির্দেশের পরিবর্তে একটি নতুন নির্দেশ জারী করে সেই সমস্ত কর্পোরেশনে পুরানো প্রশাসক ও বোর্ড সদস্যদের পুনরায় নিয়োগের নির্দেশ দিয়েছে। আসানসোল পূরনিগমের চেয়ারপার্সন রয়েছেন অমরনাথ চট্টোপাধ্য়ায়, সদস্য়রা হলেন অভিজিত ঘটক, পূর্নশশি রায়, মীর হাসিম, তব্বাসুম আরা, দিবেন্দু ভগত, শ্য়াম সোরেন ও অন্জনা শর্মা।